Ajker Patrika

কুমিল্লায় রেললাইনের ফিশপ্লেট খোলা ব্যক্তির আইডি কার্ড পাওয়া গেছে: রেলমন্ত্রী 

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১০: ৩১
কুমিল্লায় রেললাইনের ফিশপ্লেট খোলা ব্যক্তির আইডি কার্ড পাওয়া গেছে: রেলমন্ত্রী 

কুমিল্লার নাঙ্গলকোটে রেলের ৯টি বগিচ্যুতির বিষয়ে রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, ‘যে ব্যক্তি ফিশপ্লেট খুলতেছিল, তাকে ধাওয়া দিলে ব্যাগ ফেলে পালিয়ে গেছে। তার আইডি কার্ডসহ কাগজপত্র পাওয়া গেছে। সে মূলত কিছু টাকার বিনিময়ে এই কাজ করছে।’ 

আজ সোমবার বেলা ৩টার দিকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে প্রশাসন, দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

মন্ত্রী আরও বলেন, আগুন-সন্ত্রাসী বিএনপি, বিএনপি সমর্থনকারী ও জামায়াত এই কাজগুলো করে। এসব করে তারা জনসমর্থন পাচ্ছে না। বরং আস্তে আস্তে জনগণ থেকে দূরে সরে গেছে। তারা ভালো করেই জানে, মানুষ তাদের ভোট দেবে না। সে জন্যই এসব অপকর্ম করছে।’

মন্ত্রী বলেন, ‘আগুন-সন্ত্রাস, মানুষকে হত্যা করে রাজনৈতিক ফায়দা লুটা যায় না। টাকার বিনিময়ে রেল কেটে ক্ষমতায় যাওয়া যায় না। ক্ষমতায় যেতে হলে মানুষকে সম্পৃক্ত করতে হবে।’ 

ট্রেনে ঈদযাত্রার বিষয়ে মন্ত্রী বলেন, ‘ঈদ উপলক্ষে ট্রেনের সঙ্গে অতিরিক্ত বগির ব্যবস্থা করা হয়েছে। সীমিত সামর্থ্যের মধ্যে অধিকাংশ যাত্রী যাতে বহন করা যায়, সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি। টিকিট ছাড়ার দুই-তিন ঘণ্টার মধ্যে সমস্ত টিকিট শেষ হয়ে যায়। কোন কোন নম্বর থেকে টিকিট কেনা হয়, প্রত্যেক দিন তার তালিকা নেওয়া হচ্ছে। এর সঙ্গে কাউন্টার থেকে টিকিট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’ 

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম। ছবি: আজকের পত্রিকা এ সময় বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হান্নান মোল্লা, সহসভাপতি এ কে এম ফরিদ হোসেন বাবু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত