Ajker Patrika

ডুসার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২: ১৬
ডুসার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন (ডুসা) তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। গতকাল রোববার ‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের মাধ্যমে কমিশনের ভাবমূর্তি উজ্জ্বল করা’ প্রতিপাদ্যকে সামনে রেখে কেক কেটে ডুসার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। 

এ সময় কমিশনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে দুর্নীতি দমন ও প্রতিরোধে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়াও অনুষ্ঠানে বিগত বছরগুলোতে ডুসার সার্বিক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি ডুসার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। 

২০২২ সালে ১৭ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন (ডুসা)। বিগত বছরগুলোতে ডুসার পক্ষ থেকে দুদকে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের পরিবারকে চিকিৎসা সহায়তা, কর্মকর্তা-কর্মচারীদের পরিবারকে আর্থিক সহায়তা, দেশের বিভিন্ন এলাকায় বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা, বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণসহ বিভিন্ন জাতীয় দিবস উদ্‌যাপন করে। এ ছাড়া কমিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নেও ডুসার পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত