Ajker Patrika

ডিএসসিসির উচ্ছেদ অভিযানে হামলার ঘটনায় ১২০০ অজ্ঞাতনামা আসামি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৬: ০৭
ডিএসসিসির উচ্ছেদ অভিযানে হামলার ঘটনায় ১২০০ অজ্ঞাতনামা আসামি

রাজধানীর শাহজাহানপুরে খিলগাঁও কাঁচাবাজারে উচ্ছেদ অভিযানে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে। এই মামলায় ছয়জনের নাম উল্লেখসহ ১২০০ জনকে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজিত কুমার সাহা। তিনি বলেন, ‘এই ঘটনায় সিটি করপোরেশন ছয়জনের নাম উল্লেখ করে বাকি ১২ শ’ জনক আসামি করে মামলা দায়ের করেছে।’

মামলায় যে ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে তাঁরা হলেন আবুল কাশেম খাঁ, আব্দুল লতিফ, নাসির আহমেদ, মো. শাহিন, ইমন ও হিজড়া জয়নাল।

গত রোববার রাজধানীর শাহজাহানপুরে খিলগাঁও কাঁচাবাজারে উচ্ছেদ অভিযানের সময় দখলকারীদের হামলায় পুলিশসহ ছয়জন আহত হয়েছেন।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের বলেন, ‘দুই মাস আগে একটি রিট আবেদন খারিজ হওয়ার পর আদালত খিলগাঁও কাঁচাবাজার দুই মাসের মধ্যে খালি করতে নির্দেশ দেয়। দুই মাস ২০ দিন যাওয়ার পরও দখলকারীরা জায়গাটি ছাড়েননি।’

তিনি আরও বলেন, সে কারণে সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গিয়ে বাধার মুখে পড়েন। দখলকারীদের হামলায় তিন পুলিশ সদস্য এবং সিটি করপোরেশনের তিনজন আহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত