Ajker Patrika

ঢাকা কেন্দ্রীয় কারাগারে চুরির মামলার আসামির আকস্মিক মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢাকা কেন্দ্রীয় কারাগারে চুরির মামলার আসামির আকস্মিক মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি জুয়েল (২৮) নামে এক আসামির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে অচেতন অবস্থায় ওই বন্দিকে কারারক্ষীরা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই আসামিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাসপাতালে দায়িত্বরত কারারক্ষী মো. রোকনুজ্জামান জানান, একটি চুরির মামলায় হাজতি হিসেবে বন্দি ছিলেন ওই আসামি। হাজতি নম্বর ২৯৭ / ২৩। রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাঁকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই কারারক্ষী আরও জানান, জুয়েল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আদমজি আইলপাড়া গ্রামে। তাঁর বাবার নাম মৃত আব্দুর রহিম। সিদ্ধিরগঞ্জ থানায় একটি চুরির মামলায় আসামি ছিলেন জুয়েল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত