উত্তরা (ঢাকা) প্রতিনিধি:
রাজধানীর তুরাগে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম মোছা. সোনিয়া বেগম (২৬)। আজ সোমবার তুরাগের বাউনিয়া পূর্বপাড়ার মোহাম্মদ উল্লাহর ২৫ নম্বর ভাড়া বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সোনিয়ার স্বামী মিলন শেখ ওরফে এমদাদ উল্লাহ্কে আটক করেছে পুলিশ।
নিহত সোনিয়া ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নগরকান্দা গ্রামের মো. শাহজাহানের মেয়ে। বাউনিয়ার ওই বাড়িতে স্বামীর সঙ্গে বসবাস করতেন তিনি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুত হাওলাদার বলেন, ‘রাতে কাজ শেষে বাসায় ফেরার পর মিলন শেখকে ভাত বেড়ে দেননি তাঁর স্ত্রী সোনিয়া। এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়। পরে স্বামী-স্ত্রী দুজনই না খেয়ে ঘুমিয়ে পড়েন। রাতের বিষয় নিয়ে তাঁদের মধ্যে সকালেও দ্বন্দ্ব হয়।’
তিনি বলেন, ‘ওই ঘটনাকে কেন্দ্র করে সোনিয়া রুমের দরজা লাগিয়ে ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। সেই সঙ্গে তাঁর স্বামী মিলন শেখকে আটক করা হয়।’
ওসি মওদুত হাওলাদার আরও বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তুরাগ থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলাটির বাদী হচ্ছেন নিহতের বাবা মো. শাহজাহান। ওই মামলায় মিলনকে গ্রেপ্তার দেখানো হবে।’
রাজধানীর তুরাগে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম মোছা. সোনিয়া বেগম (২৬)। আজ সোমবার তুরাগের বাউনিয়া পূর্বপাড়ার মোহাম্মদ উল্লাহর ২৫ নম্বর ভাড়া বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সোনিয়ার স্বামী মিলন শেখ ওরফে এমদাদ উল্লাহ্কে আটক করেছে পুলিশ।
নিহত সোনিয়া ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নগরকান্দা গ্রামের মো. শাহজাহানের মেয়ে। বাউনিয়ার ওই বাড়িতে স্বামীর সঙ্গে বসবাস করতেন তিনি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুত হাওলাদার বলেন, ‘রাতে কাজ শেষে বাসায় ফেরার পর মিলন শেখকে ভাত বেড়ে দেননি তাঁর স্ত্রী সোনিয়া। এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়। পরে স্বামী-স্ত্রী দুজনই না খেয়ে ঘুমিয়ে পড়েন। রাতের বিষয় নিয়ে তাঁদের মধ্যে সকালেও দ্বন্দ্ব হয়।’
তিনি বলেন, ‘ওই ঘটনাকে কেন্দ্র করে সোনিয়া রুমের দরজা লাগিয়ে ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। সেই সঙ্গে তাঁর স্বামী মিলন শেখকে আটক করা হয়।’
ওসি মওদুত হাওলাদার আরও বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তুরাগ থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলাটির বাদী হচ্ছেন নিহতের বাবা মো. শাহজাহান। ওই মামলায় মিলনকে গ্রেপ্তার দেখানো হবে।’
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পরিবেশবান্ধব মালচিং পদ্ধতিতে সবজি চাষ বাড়ছে। বিষমুক্ত এই পদ্ধতিতে ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকেরা। এ ছাড়া চাষাবাদে খরচ কম লাগছে।
২৪ মিনিট আগেরংপুর বিভাগীয় সনাতনী সমাবেশস্থল পরিবর্তন করা হয়েছে। রংপুর জেলা স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মাহীগঞ্জ কলেজ মাঠে আয়োজন করা হচ্ছে...
৩৯ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম ‘সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করেছে ছাত্রদল। আজ শুক্রবার বেলা ১১টায় নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সোহেল রানাকে হাতুড়িপেটার অভিযোগও অস্বীকার করেছে রাজশাহী নগর ছাত্রদল...
৪২ মিনিট আগেদেশের বিভিন্ন অঞ্চল থেকে এক কোটি ৮০ লাখ মানুষের অনুসমর্থনের ভিত্তিতে একটি বিশেষ আইন প্রণয়নের জন্য গত ৪ বছর ধরে আমাদের এই সংগঠন কাজ করছে। গত ১৮ আগস্ট শাহবাগ চত্বরে এক সংহতি সমাবেশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর...
১ ঘণ্টা আগে