Ajker Patrika

খাবার বেড়ে না দেওয়ায় স্বামীর সঙ্গে ঝগড়া, স্ত্রীর ‘আত্মহত্যা’

উত্তরা (ঢাকা) প্রতিনিধি:
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ২২: ৪৬
খাবার বেড়ে না দেওয়ায় স্বামীর সঙ্গে ঝগড়া, স্ত্রীর ‘আত্মহত্যা’

রাজধানীর তুরাগে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম মোছা. সোনিয়া বেগম (২৬)। আজ সোমবার তুরাগের বাউনিয়া পূর্বপাড়ার মোহাম্মদ উল্লাহর ২৫ নম্বর ভাড়া বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সোনিয়ার স্বামী মিলন শেখ ওরফে এমদাদ উল্লাহ্কে আটক করেছে পুলিশ।

নিহত সোনিয়া ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নগরকান্দা গ্রামের মো. শাহজাহানের মেয়ে। বাউনিয়ার ওই বাড়িতে স্বামীর সঙ্গে বসবাস করতেন তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুত হাওলাদার বলেন, ‘রাতে কাজ শেষে বাসায় ফেরার পর মিলন শেখকে ভাত বেড়ে দেননি তাঁর স্ত্রী সোনিয়া। এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়। পরে স্বামী-স্ত্রী দুজনই না খেয়ে ঘুমিয়ে পড়েন। রাতের বিষয় নিয়ে তাঁদের মধ্যে সকালেও দ্বন্দ্ব হয়।’

তিনি বলেন, ‘ওই ঘটনাকে কেন্দ্র করে সোনিয়া রুমের দরজা লাগিয়ে ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। সেই সঙ্গে তাঁর স্বামী মিলন শেখকে আটক করা হয়।’

ওসি মওদুত হাওলাদার আরও বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তুরাগ থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলাটির বাদী হচ্ছেন নিহতের বাবা মো. শাহজাহান। ওই মামলায় মিলনকে গ্রেপ্তার দেখানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত