নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের পক্ষে-বিপক্ষে মানববন্ধন হয়েছে।
আজ শুক্রবার দুপুরে মানিকের বিরুদ্ধে নানান অভিযোগ এনে ‘২৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ’ ব্যানারে ধানমন্ডি ৩ /এ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জুনায়েদ হোসেন নামে এক ব্যক্তি বলেন, ‘২৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে। মানিকের গুন্ডা বাহিনীর বাধার কারণে প্রেসক্লাবে নির্দিষ্ট সময়ে মানববন্ধন করতে পারিনি। পরে দুপুর ২টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মানববন্ধন করি আমরা।’
মানববন্ধন চলার সময় ধারণ করা ভিডিওতে মুখে কালো কাপড় পরা একজনকে বলতে শোনা যায়, ‘মানিকের অত্যাচারে আমরা অতিষ্ঠ। তাঁর ভয়ে আমরা প্রেসক্লাবেও উপস্থিত হতে পারিনি। এতিমখানায় তিনি বড় হয়েছেন। সেই এতিমখানার টাকা তিনি মেরে খেয়েছেন। এর থেকে আমরা পরিত্রাণ চাই।’
একইদিন দুপুরে কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের পক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে আরেকটি পক্ষ। তাঁরাও ‘২৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ’ ব্যানারে মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ‘কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের বিরুদ্ধে একটি চক্র অপপ্রচার চালাচ্ছে। তাঁদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
কাউন্সিলর মানিকের বিরুদ্ধে অভিযোগকারীরা সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মানিক গত ২০১৫ সালে কাউন্সিলর হওয়ার পর থেকে আজিমপুরের সলিমুল্লাহ্ এতিমখানার একটি দোকান দখল করে রেখেছেন। ২০১৫ সালের ভাড়ার হারে এতিমখানা কর্তৃপক্ষ মানিকের কাছে সাড়ে পাঁচ লাখ টাকা ভাড়া পাবেন। কিন্তু মানিক বিভিন্ন ছল চাতুরীর মাধ্যমে ভাড়া না দেওয়ার ফন্দি আঁটছেন। তাছাড়া তাঁর বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে ব্যাংকের টাকা আত্মসাৎ, ওয়ার্ড নির্বাচনে মিথ্যা হলফনামা প্রদান, সন্ত্রাসী, চাঁদাবাজি, স্ট্যান্ডবাজ ও এলাকায় ত্রাস সৃষ্টি করার অভিযোগ রয়েছে। তাঁর থেকে এলাকাবাসী পরিত্রাণ চায়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর মানিক আজকের পত্রিকাকে বলেন, ‘কারা মানববন্ধন করেছে জানি না। গতকাল গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছে জুনায়েদ নামে একজন। আমি তথ্য পেয়ে সঙ্গে সঙ্গে লালবাগ থানায় একটা জিডি করেছি। এরা আমার এলাকার ভোটারও না, কিছুই না। যারা এতিম খানার ২২ তলা ভবন লুণ্ঠন করে খেতে চাচ্ছে তাঁরা সক্রিয় হয়ে আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে।’
ডিএসসিসির এই কাউন্সিলর আরও বলেন, ‘আমি যদি অন্যায় করি, তাহলে সামনে এসে বলুক। দুই চার-পাঁচজনকে দিয়ে মুখে কাপড় পেঁচিয়ে মানববন্ধন করার উদ্দেশ্য কী? প্রেসক্লাবে তাঁদের বিরুদ্ধে উল্টো মানববন্ধন করেছে আমার এলাকার লোকজন। তাঁদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে। ছাত্র রাজনীতি করে এসেছি, এলাকায় আমার অবস্থান ভালো। তাই তাঁরা আমার বিপক্ষে লেগেছে।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের পক্ষে-বিপক্ষে মানববন্ধন হয়েছে।
আজ শুক্রবার দুপুরে মানিকের বিরুদ্ধে নানান অভিযোগ এনে ‘২৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ’ ব্যানারে ধানমন্ডি ৩ /এ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জুনায়েদ হোসেন নামে এক ব্যক্তি বলেন, ‘২৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে। মানিকের গুন্ডা বাহিনীর বাধার কারণে প্রেসক্লাবে নির্দিষ্ট সময়ে মানববন্ধন করতে পারিনি। পরে দুপুর ২টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মানববন্ধন করি আমরা।’
মানববন্ধন চলার সময় ধারণ করা ভিডিওতে মুখে কালো কাপড় পরা একজনকে বলতে শোনা যায়, ‘মানিকের অত্যাচারে আমরা অতিষ্ঠ। তাঁর ভয়ে আমরা প্রেসক্লাবেও উপস্থিত হতে পারিনি। এতিমখানায় তিনি বড় হয়েছেন। সেই এতিমখানার টাকা তিনি মেরে খেয়েছেন। এর থেকে আমরা পরিত্রাণ চাই।’
একইদিন দুপুরে কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের পক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে আরেকটি পক্ষ। তাঁরাও ‘২৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ’ ব্যানারে মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ‘কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের বিরুদ্ধে একটি চক্র অপপ্রচার চালাচ্ছে। তাঁদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
কাউন্সিলর মানিকের বিরুদ্ধে অভিযোগকারীরা সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মানিক গত ২০১৫ সালে কাউন্সিলর হওয়ার পর থেকে আজিমপুরের সলিমুল্লাহ্ এতিমখানার একটি দোকান দখল করে রেখেছেন। ২০১৫ সালের ভাড়ার হারে এতিমখানা কর্তৃপক্ষ মানিকের কাছে সাড়ে পাঁচ লাখ টাকা ভাড়া পাবেন। কিন্তু মানিক বিভিন্ন ছল চাতুরীর মাধ্যমে ভাড়া না দেওয়ার ফন্দি আঁটছেন। তাছাড়া তাঁর বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে ব্যাংকের টাকা আত্মসাৎ, ওয়ার্ড নির্বাচনে মিথ্যা হলফনামা প্রদান, সন্ত্রাসী, চাঁদাবাজি, স্ট্যান্ডবাজ ও এলাকায় ত্রাস সৃষ্টি করার অভিযোগ রয়েছে। তাঁর থেকে এলাকাবাসী পরিত্রাণ চায়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর মানিক আজকের পত্রিকাকে বলেন, ‘কারা মানববন্ধন করেছে জানি না। গতকাল গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছে জুনায়েদ নামে একজন। আমি তথ্য পেয়ে সঙ্গে সঙ্গে লালবাগ থানায় একটা জিডি করেছি। এরা আমার এলাকার ভোটারও না, কিছুই না। যারা এতিম খানার ২২ তলা ভবন লুণ্ঠন করে খেতে চাচ্ছে তাঁরা সক্রিয় হয়ে আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে।’
ডিএসসিসির এই কাউন্সিলর আরও বলেন, ‘আমি যদি অন্যায় করি, তাহলে সামনে এসে বলুক। দুই চার-পাঁচজনকে দিয়ে মুখে কাপড় পেঁচিয়ে মানববন্ধন করার উদ্দেশ্য কী? প্রেসক্লাবে তাঁদের বিরুদ্ধে উল্টো মানববন্ধন করেছে আমার এলাকার লোকজন। তাঁদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে। ছাত্র রাজনীতি করে এসেছি, এলাকায় আমার অবস্থান ভালো। তাই তাঁরা আমার বিপক্ষে লেগেছে।’
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
১ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
১ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
২ ঘণ্টা আগে