দুই শিশুকে নিয়ে জাপান যেতে আপিল বিভাগে মায়ের আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৭ মে ২০২২, ১৭: ০৩

গ্রীষ্মকালীন ছুটি কাটাতে শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে সঙ্গে নিয়ে জাপান ভ্রমণের অনুমতি চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন তাদের মা নাকানো এরিকো। আজ মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয় বলে জানান অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির। 

শিশির মনির বলেন, জাপানে শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনার ছোট বোন ও নানা-নানি রয়েছে। তাই শিশুদের নিয়ে তাদের মা জাপানে ঘুরে আসতে চান।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ঢাকার পারিবারিক আদালতে থাকা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই শিশু তাদের জাপানি মা নাকানো এরিকোর কাছে থাকবে বলে রায় দেন আপিল বিভাগ। তবে বাবা ইমরান শরীফ শিশুদের সঙ্গে দেখা করতে পারবে বলে রায়ে বলা হয়। পাশাপাশি এ বিষয়ে দেওয়া হাইকোর্টের রায় বাতিল করে দেন আপিল বিভাগ। এ ছাড়া শিশুদের দেশের বাইরে নেওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয় ৷ 

এদিকে আদালতের আদেশ অমান্য করে শিশুদের বাড়ির বাইরে ঘুরতে যাওয়ায় বাবা ইমরান শরীফের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছেন মা নাকানো এরিকো। গতকাল আপিল বিভাগে ওই আবেদন করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

ভারত ও তরুণ প্রজন্মের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত