গুমের অভিযোগে হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ২২: ৪০
ফাইল ছবি

চার বছর আগে গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩০ জনকে।

আজ বুধবার রাজধানীর শাহজাহানপুর থানায় এ মামলা করেন বিএনপির এককর্মী সৈয়দ হাসান মাহমুদ। মামলায় তাঁকে হেফাজতে নিয়ে নির্যাতনের অভিযোগ করেন। এতে দীর্ঘমেয়াদে অসুস্থ হওয়া ও অঙ্গহানি ঘটেছে বলে দাবি তাঁর।

শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম বলেন, মামলায় সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ ২৪ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে হাসান মাহমুদ অভিযোগ করেন, ২০২০ সালের দিকে তাকে দুই দফায় গুম করা হয়। ওই সময়ে নব্বইয়ের গণঅভ্যুত্থানে শহীদ নূর হোসেনকে সংসদ সদস্য মশিউর রহমান রাঙা মাদকাসক্ত বলে আখ্যা দিলে তিনি এর বিরুদ্ধে আওয়াজ তোলেন। এরপরই তার জীবনে নির্যাতন নেমে আসে।

মামলায় ঘটনার বিবরণে বলা হয়, প্রথমে তাকে শাহজাহানপুর থানা এলাকা থেকে গুম করা হয়। তাকে আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতে নিয়ে ইলেকট্রিক শক, যৌনাঙ্গে ইট বেঁধে রাখাসহ বিভিন্ন ধরনের নির্যাতন করেন। নির্যাতনের ফলে স্ট্রোক হওয়ার পর একটি চোখের দৃষ্টিশক্তি প্রায় চলে গেছে।

এজাহার সূত্রে জানা যায়, হাসান মাহমুদ বিএনপির রাজনীতিতে জড়িত। একবার দলের পক্ষ থেকে ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনের জন্য মনোনয়নও পেয়েছিলেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত