গুমের অভিযোগে হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
ফাইল ছবি

চার বছর আগে গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩০ জনকে।

আজ বুধবার রাজধানীর শাহজাহানপুর থানায় এ মামলা করেন বিএনপির এককর্মী সৈয়দ হাসান মাহমুদ। মামলায় তাঁকে হেফাজতে নিয়ে নির্যাতনের অভিযোগ করেন। এতে দীর্ঘমেয়াদে অসুস্থ হওয়া ও অঙ্গহানি ঘটেছে বলে দাবি তাঁর।

শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম বলেন, মামলায় সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ ২৪ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে হাসান মাহমুদ অভিযোগ করেন, ২০২০ সালের দিকে তাকে দুই দফায় গুম করা হয়। ওই সময়ে নব্বইয়ের গণঅভ্যুত্থানে শহীদ নূর হোসেনকে সংসদ সদস্য মশিউর রহমান রাঙা মাদকাসক্ত বলে আখ্যা দিলে তিনি এর বিরুদ্ধে আওয়াজ তোলেন। এরপরই তার জীবনে নির্যাতন নেমে আসে।

মামলায় ঘটনার বিবরণে বলা হয়, প্রথমে তাকে শাহজাহানপুর থানা এলাকা থেকে গুম করা হয়। তাকে আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতে নিয়ে ইলেকট্রিক শক, যৌনাঙ্গে ইট বেঁধে রাখাসহ বিভিন্ন ধরনের নির্যাতন করেন। নির্যাতনের ফলে স্ট্রোক হওয়ার পর একটি চোখের দৃষ্টিশক্তি প্রায় চলে গেছে।

এজাহার সূত্রে জানা যায়, হাসান মাহমুদ বিএনপির রাজনীতিতে জড়িত। একবার দলের পক্ষ থেকে ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনের জন্য মনোনয়নও পেয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত