মোবাইল টাওয়ারের রেডিয়েশনের মাত্রা নির্ণয়ে কমিটি করেছে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২২, ২১: ১৪

স্বাস্থ্য ও পরিবেশ ঝুঁকি কমাতে মোবাইল টাওয়ারের রেডিয়েশনের মাত্রা আন্তর্জাতিক মানের চেয়ে কম হওয়া উচিত কীনা সে ব্যাপারে বিশেষজ্ঞ মতামত প্রদানের জন্য কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। 

সাত সদস্যের ওই কমিটিকে আগামী ৪ মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী বছরের ৪ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। 

হিউম্যান রাউডস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই আদেশ দেন। কমিটিতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক সদস্য মো. কামরুজ্জামানকে আহ্বায়ক ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের পরিচালক মো. গোলাম রাজ্জাককে সদস্যসচিব করা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত