Ajker Patrika

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১৮: ৫৭
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ৩ দিনের রিমান্ডে

রাজধানীর মোহাম্মদপুরে বাসে অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালীকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী এই রিমান্ড মঞ্জুর করেন।

বিকেলে তাঁকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। 

অন্যদিকে তাঁর আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন কার্যালয়ের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই এশারত আলী বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ২১ নভেম্বর বিকেলে রাজধানীর বছিলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত ২৯ অক্টোবর মোহাম্মদপুর থানা এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত