প্রতিনিধি, উত্তরা (ঢাকা)
রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে পরে মোহাম্মদ আলী (২২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৯ নং সড়কের ২২ নম্বর নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
মৃত ওই শ্রমিক জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নুর ইসলামের ছেলে। তিনি নির্মাণাধীন ওই ভবনে থেকেই নির্মাণকাজ করে আসছিলেন। তাঁর সহকর্মী রাজিব বলেন, ‘চারতলার ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত মোহাম্মদ আলী নিচের রডের ওপর পরে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০টার দিকে তিনি মারা যান।’
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি উত্তরা পশ্চিম থানা-পুলিশকে জানানো হয়েছে।’
উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. শফিক বলেন, ‘উত্তরা ১৪ নম্বর সেক্টরের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক মারা যাওয়ার খবর পেয়ে ঢামেক হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।’
রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে পরে মোহাম্মদ আলী (২২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৯ নং সড়কের ২২ নম্বর নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
মৃত ওই শ্রমিক জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নুর ইসলামের ছেলে। তিনি নির্মাণাধীন ওই ভবনে থেকেই নির্মাণকাজ করে আসছিলেন। তাঁর সহকর্মী রাজিব বলেন, ‘চারতলার ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত মোহাম্মদ আলী নিচের রডের ওপর পরে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০টার দিকে তিনি মারা যান।’
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি উত্তরা পশ্চিম থানা-পুলিশকে জানানো হয়েছে।’
উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. শফিক বলেন, ‘উত্তরা ১৪ নম্বর সেক্টরের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক মারা যাওয়ার খবর পেয়ে ঢামেক হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।’
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
১ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
১ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
২ ঘণ্টা আগে