জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনীকের ওপর হামলা চেষ্টা করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া বাজারে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত শাখা ছাত্রদলের নেতা–কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাখা ছাত্রদলের সাবেক নেতা–কর্মীদের একটি মতবিনিময় সভা উপলক্ষে গেরুয়া বাজারে একটি দোকানে খাবার খাচ্ছিলেন শাখা ছাত্রদলের সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনীক ও সাবেক সহসভাপতি নবীনুর রহমান নবীনসহ কয়েকজন নেতা-কর্মী। হঠাৎ মাস্ক পরিহিত অজ্ঞাত কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্রসহ ওয়াসিম আহমেদ অনীকের ওপর হামলার চেষ্টা করে। উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে ওয়াসিম আহমেদসহ নেতা–কর্মীরা ক্যাম্পাসের ভেতরে ঢুকে শহীদ রফিক জব্বার হল সংলগ্ন চত্বরে অবস্থান নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের গেরুয়া বাজার সংলগ্ন ফটকের পাশে শাখা ছাত্রদল থেকে সদ্য বহিষ্কার হওয়া বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেনসহ কয়েকজনকে অবস্থান নিতে দেখা যায়। কিছুক্ষণ পর ইকবাল হোসেনসহ ওই ব্যক্তিরা ক্যাম্পাসের ভেতরে ঢুকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকার দিকে চলে গেলে ওয়াসিম আহমেদ অনীকসহ তাঁর সঙ্গে থাকা নেতা–কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সালাম বরকত হল ঘুরে পরিবহন চত্বর হয়ে আ ফ ম কামাল উদ্দিন হলের সামনে গিয়ে শেষ হয়।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ইকবাল হোসেনের নেতৃত্বে বহিরাগতরা ওয়াসিম আহমেদ অনীকের ওপর হামলার চেষ্টা করে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ইকবাল হোসেন। তিনি বলেন, ‘আমরা গেরুয়া বাজারে আগে থেকেই অবস্থান করছিলাম। হঠাৎ হট্টগোল শুনে আমরা ঘটনাস্থলে এগিয়ে যাই। আমরা কারও ওপর হামলার চেষ্টা করিনি।’
এর আগে বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত দুটি বিবৃতিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ইকবাল হোসেনসহ শাখা ছাত্রদলের ছয় জনকে বহিষ্কার ও তিনজনকে অব্যাহতি দেওয়ার তথ্য জানানো হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্তে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিজ্ঞাপ্তিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনীক বলেন, আমরা গেরুয়া বাজারে খাবার খাওয়ার সময় মুখোশ পরা কয়েকজন অজ্ঞাত ব্যক্তি আমাদের ওপর হামলার চেষ্টা করে। তারা ছাত্রলীগ হতে পারে বলে আমরা ধারণা করছি। তবে আমরা কারও মুখ দেখতে পাইনি। এই ঘটনার কিছুক্ষণ পর কেন্দ্রীয় ছাত্রলীগের এক নেতাকে শিক্ষার্থীরা ধরে পুলিশে সোপর্দ করেছে। এ জন্য আমরা ধারণা করছি আমাদের ওপর হামলা করার চেষ্টা ছাত্রলীগই করেছে। তবে আমরা তা প্রতিহত করে ক্যাম্পাসের ভেতরে চলে আসি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, এ ধরনের বিশৃঙ্খলা শিক্ষাঙ্গনে কাম্য নয়। ছাত্র সংগঠন গুলোকে সৌহার্দ্যপূর্ণ আচরণ করার আহ্বান করছি। ছাত্র সংগঠন গুলোতে নিয়মিত শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়া উচিত। আমরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল গুলোতে নিয়মিত তল্লাশি দেই যাতে নিয়মিত শিক্ষার্থীর বাইরের কেউ হলে অবস্থান না করেন। আর নিয়মিত শিক্ষার্থীর বাইরে কেউ যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাহলে রাষ্ট্রীয় আইনে মামলা হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনীকের ওপর হামলা চেষ্টা করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া বাজারে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত শাখা ছাত্রদলের নেতা–কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাখা ছাত্রদলের সাবেক নেতা–কর্মীদের একটি মতবিনিময় সভা উপলক্ষে গেরুয়া বাজারে একটি দোকানে খাবার খাচ্ছিলেন শাখা ছাত্রদলের সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনীক ও সাবেক সহসভাপতি নবীনুর রহমান নবীনসহ কয়েকজন নেতা-কর্মী। হঠাৎ মাস্ক পরিহিত অজ্ঞাত কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্রসহ ওয়াসিম আহমেদ অনীকের ওপর হামলার চেষ্টা করে। উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে ওয়াসিম আহমেদসহ নেতা–কর্মীরা ক্যাম্পাসের ভেতরে ঢুকে শহীদ রফিক জব্বার হল সংলগ্ন চত্বরে অবস্থান নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের গেরুয়া বাজার সংলগ্ন ফটকের পাশে শাখা ছাত্রদল থেকে সদ্য বহিষ্কার হওয়া বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেনসহ কয়েকজনকে অবস্থান নিতে দেখা যায়। কিছুক্ষণ পর ইকবাল হোসেনসহ ওই ব্যক্তিরা ক্যাম্পাসের ভেতরে ঢুকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকার দিকে চলে গেলে ওয়াসিম আহমেদ অনীকসহ তাঁর সঙ্গে থাকা নেতা–কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সালাম বরকত হল ঘুরে পরিবহন চত্বর হয়ে আ ফ ম কামাল উদ্দিন হলের সামনে গিয়ে শেষ হয়।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ইকবাল হোসেনের নেতৃত্বে বহিরাগতরা ওয়াসিম আহমেদ অনীকের ওপর হামলার চেষ্টা করে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ইকবাল হোসেন। তিনি বলেন, ‘আমরা গেরুয়া বাজারে আগে থেকেই অবস্থান করছিলাম। হঠাৎ হট্টগোল শুনে আমরা ঘটনাস্থলে এগিয়ে যাই। আমরা কারও ওপর হামলার চেষ্টা করিনি।’
এর আগে বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত দুটি বিবৃতিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ইকবাল হোসেনসহ শাখা ছাত্রদলের ছয় জনকে বহিষ্কার ও তিনজনকে অব্যাহতি দেওয়ার তথ্য জানানো হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্তে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিজ্ঞাপ্তিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনীক বলেন, আমরা গেরুয়া বাজারে খাবার খাওয়ার সময় মুখোশ পরা কয়েকজন অজ্ঞাত ব্যক্তি আমাদের ওপর হামলার চেষ্টা করে। তারা ছাত্রলীগ হতে পারে বলে আমরা ধারণা করছি। তবে আমরা কারও মুখ দেখতে পাইনি। এই ঘটনার কিছুক্ষণ পর কেন্দ্রীয় ছাত্রলীগের এক নেতাকে শিক্ষার্থীরা ধরে পুলিশে সোপর্দ করেছে। এ জন্য আমরা ধারণা করছি আমাদের ওপর হামলা করার চেষ্টা ছাত্রলীগই করেছে। তবে আমরা তা প্রতিহত করে ক্যাম্পাসের ভেতরে চলে আসি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, এ ধরনের বিশৃঙ্খলা শিক্ষাঙ্গনে কাম্য নয়। ছাত্র সংগঠন গুলোকে সৌহার্দ্যপূর্ণ আচরণ করার আহ্বান করছি। ছাত্র সংগঠন গুলোতে নিয়মিত শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়া উচিত। আমরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল গুলোতে নিয়মিত তল্লাশি দেই যাতে নিয়মিত শিক্ষার্থীর বাইরের কেউ হলে অবস্থান না করেন। আর নিয়মিত শিক্ষার্থীর বাইরে কেউ যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাহলে রাষ্ট্রীয় আইনে মামলা হবে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সম্প্রসারিত ছয় লেন জাতীয় মহাসড়কের ভূমি অধিগ্রহণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। জমির শ্রেণি পরিবর্তন, স্থাপনার জন্য ক্ষতিপূরণসহ নানা কাজে ঘুষ-বাণিজ্যের মহোৎসব চলছে। এতে ব্যক্তি লাভবান হলেও সরকারের কোটি কোটি টাকা গচ্চা যাচ্ছে। অভিযোগ রয়েছে, গাইবান্ধা জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শ
৩ ঘণ্টা আগেঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) ১১টি অকেজো গাড়ি বছরের পর বছর ধরে খোলা জায়গায় পড়ে রয়েছে। বিভিন্ন উন্নয়ন ও গবেষণা প্রকল্পের জন্য কেনা এসব যান এখন মাটির সঙ্গে মিশে যাচ্ছে। চুরি হচ্ছে যন্ত্রাংশ। গাড়িগুলো এভাবে ফেলে না রেখে নিলামে বিক্রি করা হলে সরকারের এ খাত থেকে আয় হতো ব
৩ ঘণ্টা আগেরাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা করেছে পাহাড়ি ছাত্র পরিষদ। এতে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়েছে। ডিএমপির মতিঝিল থানায় এ মামলা করেন পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা মহানগরের সভাপতি জগদীশ চাকমা।
৫ ঘণ্টা আগেজুলাই গণ-আন্দোলনের সময় রাজধানীর রামপুরার ডেল্টা হেলথকেয়ার হাসপাতালের সামনে পুলিশের গুলিতে আহত হয়ে পড়ে ছিলেন রিকশাচালক ইসমাইল আলী। হামাগুড়ি দিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য সাহায্যের আকুতি জানান তিনি। কিন্তু হাসপাতালের নিরাপত্তাকর্মীরা দরজা খোলেননি। চিকিৎসাও দেননি। পরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সিঁড়ির
৫ ঘণ্টা আগে