প্রতারণা মামলায় মাদ্রাসার অধ্যক্ষ কারাগারে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৩, ২৩: ১৭
আপডেট : ১৬ মে ২০২৩, ১০: ৩৭

গাজীপুরের শ্রীপুরে চেক জালিয়াতির মামলায় এক মাদ্রাসার অধ্যক্ষকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার গাজীপুর চিফ জুডিশিয়াল আদালত-৪-এ শুনানি শেষে বিচারক ফারজানা ফারুক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অভিযুক্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল খালেক (৫০) শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারন খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ। তিনি কুমিল্লা জেলার বড়ুরা থানার তলা গ্রামের মো. আম্বর আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, অধ্যক্ষ আব্দুল খালেক স্থানীয় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চেক দিয়ে টাকা নিয়ে প্রতারণা করে আসছেন। তাঁর বিরুদ্ধে আদালতে একাধিক মামলা রয়েছে।

তিনি গাড়ারন গ্রামের জনৈক বুলবুল হোসেনের কাছ থেকে চেক দিয়ে ২ লাখ টাকা নেন। দীর্ঘদিন পরও ওই টাকা পরিশোধ করেননি। এরপর ভুক্তভোগী ব্যক্তি আদালতে সিআর মোকদ্দমা দায়ের করেন। একই গ্রামের কামাল মিয়ার কাছে থেকে ২ লাখ টাকা নেন। টাকা না পেয়ে তিনিও আদালতে মোকদ্দমা দায়ের করেন।

পৃথক দুটি মামলায় অধ্যক্ষ আব্দুল খালেক আজ আদালতে জামিন নিতে গেলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী বুলবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আব্দুল খালেক টাকা নিয়ে তার সঙ্গে প্রতারণা করেছেন দীর্ঘদিন যাবৎ। প্রতারণার বিষয়টি নজরে এলে আদালত তাঁকে জেলহাজতে পাঠান।’

গাড়ারন খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অধ্যক্ষ আব্দুল খালেকের বিরুদ্ধে আদালতে মামলা আছে। চেকের মামলায় কারাগারে পাঠানো হয়েছে বলে শুনেছি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত