Ajker Patrika

কোরবানির হাট মাতাতে প্রস্তুত রাজা বাদশাহ

মাহিদুল ইসলাম মাহি, হরিরামপুর (মানিকগঞ্জ) 
আপডেট : ১৩ জুন ২০২৩, ১৪: ৫৪
কোরবানির হাট মাতাতে প্রস্তুত রাজা বাদশাহ

মানিকগঞ্জের হরিরামপুরে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে রাজা বাদশাহ নামের বিশাল একটি ষাঁড়। উপজেলার চালা ইউনিয়নের রাজরা লাউতা গ্রামের নিজ বাড়িতে রাজা বাদশাহর দেখাশোনা করছেন কৃষক শাহজাহান ও তার স্ত্রী ফুলজান বেগম। ৩৩ মণ ওজনের রাজা বাদশাহকে দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন এলাকাবাসী। 

সাদা-কালো রঙের মিশেলে ফ্রিজিয়ান জাতের ৪২ মাস বয়সী ষাঁড়টির নাম আদর করে রেখেছেন রাজা বাদশাহ, জানান স্বামী–স্ত্রী। ষাঁড়টি বিক্রির জন্য ১৫ লাখ টাকা দাম হাঁকাচ্ছেন শাহজাহান। 

রাজা বাদশাহর সঙ্গে ফুলজান বেগম। ছবি: আজকের পত্রিকাশাহজানের স্ত্রী  ফুলজান বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘৪২ মাস আগে আমার নিজের বাড়িতে জন্ম রাজা বাদশাহর। শুরুর দিকে কিছুটা কম খরচ হলেও মায়ের দুধ বেশি খাইতো। তবে গত এক বছর ধরে প্রতি মাসে রাজা বাদশাহর পেছনে আমার ২০-২৫ হাজার টাকা খরচ হয়েছে। এ পর্যন্ত এক বছরে খাবার বাবদ প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে। সম্পূর্ণ ভেজালমুক্ত খাবার দিয়ে গরুটাকে এত বড় করেছি।’

ষাঁড়টির দাম চাওয়া হচ্ছে ১৫ লাখ টাকা। ছবি: আজকের পত্রিকাশাহজাহান ও ফুলজান জানান, গরুটির খাবার তালিকায় এক বছরে ৬০০ বস্তা গমের ভুসি ছিল। এ ছাড়া ছিল ছোলা, খড়, তাজা ঘাস, ভুট্টা এমনকি মালটা ও আঙুরের মতো ফলও। নিয়ম করে দুই–তিন বেলা শ্যাম্পু দিয়ে রাজা বাদশাহকে করানো হয় গোসল। গরুটির যেন গরম না লাগে সে জন্য বড় একটি ফ্যানের ব্যবস্থা করা হয়েছে গোয়াল ঘরে। ষাঁড়টিকে এক নজর দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমাচ্ছেন বলে জানান তাঁরা। 

হরিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আট ফুটের বেশি দৈর্ঘ্যের ও পাঁচ ফুট দুই ইঞ্চি উচ্চতার রাজা বাদশাহকে ভালো দামে বিক্রি করতে পারলে লাভবান হবেন খামারি। আমরা নিয়মিত খামারির বাড়ি যাই ও খামারিকে পরামর্শ দিচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত