নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বঙ্গবাজারের একটি দোকানের বিক্রয়কর্মীকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে তাঁর পরিবার। গতকাল বুধবার রাত ১টা ২০ মিনিটের দিকে আল আমিন নামের ওই বিক্রয়কর্মীকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন তাঁর ভাই রমজান আলী।
রমজান আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাত ১টা ২০ মিনিটে ১০-১২ জনের একটি দল এসে আমার ছোট ভাই আল আমিনকে তুলে নিয়ে যায় ৷ তারা কারা জানতে চাইলে, ডিবি পরিচয় দেয়৷’
কী কারণে তুলে নিয়ে গেছে জিজ্ঞেস করেছিলেন কি না? এমন প্রশ্নের জবাবে রমজান বলেন, ‘আমরা জিজ্ঞেস করেছিলাম। তারা বলেছে, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় তথ্য জানার জন্য আল আমিনকে নিয়ে যাওয়া হচ্ছে। এতে ভয়ের কিছু নাই।’
আল আমিন নিউ সেক্রেটারিয়েট সড়কের একটি ভবনের সাততলায় ভাড়া থাকেন। তাঁর সঙ্গে থাকেন মা-বাবা ও ভাই রমজান। তাঁদের গ্রামের বাড়ি বিক্রমপুরে। আল আমিন ও রমজানেরা পাঁচ ভাই। এক ভাই সৌদিতে থাকেন। বাকি দুজন বিক্রমপুর ও ঢাকার বিভিন্ন জায়গায় থাকেন বলে পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে।
তুলে নিয়ে যাওয়ার সময় প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আল আমিনকে তুলে নিয়ে যাওয়ার সময় যে গাড়িটি ব্যবহার করা হয়েছে। সেই গাড়িতে ‘জরুরি বিদ্যুৎ’ লেখা ছিল।
আল আমিনকে তুলে নেওয়ার ব্যাপারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো কিছু স্বীকার করেনি। তবে অগ্নিকাণ্ডের দিন ফায়ার সার্ভিস ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশের পক্ষ থেকে দায়ের করা মামলা তদন্তকাজ চলছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনার কাজ চলছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার মো. ফারুক হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডের দিন ফায়ার সার্ভিস ও পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। এই হামলার সঙ্গে যুক্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার কাজ চলছে।’
ফায়ার সার্ভিস ও পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে বংশাল থানায়। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে অন্তত ২৫০-৩০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে গতকাল রাত ১২টার পর পুলিশের পক্ষ থেকে এই মামলা দায়ের করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে আজকের পত্রিকাকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের ডিসি জাফর হোসেন। তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনার দিন ফায়ার সার্ভিসের কর্মী ও কার্যালয়ে হামলা এবং আইনশৃঙ্খলা রক্ষার সময় পুলিশের ওপরও হামলা হয়। এমন অভিযোগে বংশাল থানায় অজ্ঞাতনামা অন্তত ৩৫০ জনকে আসামি করে গতকাল রাত ১২টার পর পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।’
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় শাহবাগ থানায় আরও সাতটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এর মধ্যে পুলিশের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। বাকি ছয়টি জিডি করেছে বঙ্গবাজার কমপ্লেক্স ও পার্শ্ববর্তী মার্কেটগুলোর ক্ষতিগ্রস্ত দোকানিরা। ব্যবসায়ীরা মামলা করেছেন তাঁদের ইনস্যুরেন্স ক্লেইম করার জন্য। জিডির তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের উপপুলিশ কমিশনার মো. শহিদুল্লা ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ।
রাজধানীর বঙ্গবাজারের একটি দোকানের বিক্রয়কর্মীকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে তাঁর পরিবার। গতকাল বুধবার রাত ১টা ২০ মিনিটের দিকে আল আমিন নামের ওই বিক্রয়কর্মীকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন তাঁর ভাই রমজান আলী।
রমজান আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাত ১টা ২০ মিনিটে ১০-১২ জনের একটি দল এসে আমার ছোট ভাই আল আমিনকে তুলে নিয়ে যায় ৷ তারা কারা জানতে চাইলে, ডিবি পরিচয় দেয়৷’
কী কারণে তুলে নিয়ে গেছে জিজ্ঞেস করেছিলেন কি না? এমন প্রশ্নের জবাবে রমজান বলেন, ‘আমরা জিজ্ঞেস করেছিলাম। তারা বলেছে, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় তথ্য জানার জন্য আল আমিনকে নিয়ে যাওয়া হচ্ছে। এতে ভয়ের কিছু নাই।’
আল আমিন নিউ সেক্রেটারিয়েট সড়কের একটি ভবনের সাততলায় ভাড়া থাকেন। তাঁর সঙ্গে থাকেন মা-বাবা ও ভাই রমজান। তাঁদের গ্রামের বাড়ি বিক্রমপুরে। আল আমিন ও রমজানেরা পাঁচ ভাই। এক ভাই সৌদিতে থাকেন। বাকি দুজন বিক্রমপুর ও ঢাকার বিভিন্ন জায়গায় থাকেন বলে পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে।
তুলে নিয়ে যাওয়ার সময় প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আল আমিনকে তুলে নিয়ে যাওয়ার সময় যে গাড়িটি ব্যবহার করা হয়েছে। সেই গাড়িতে ‘জরুরি বিদ্যুৎ’ লেখা ছিল।
আল আমিনকে তুলে নেওয়ার ব্যাপারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো কিছু স্বীকার করেনি। তবে অগ্নিকাণ্ডের দিন ফায়ার সার্ভিস ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশের পক্ষ থেকে দায়ের করা মামলা তদন্তকাজ চলছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনার কাজ চলছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার মো. ফারুক হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডের দিন ফায়ার সার্ভিস ও পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। এই হামলার সঙ্গে যুক্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার কাজ চলছে।’
ফায়ার সার্ভিস ও পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে বংশাল থানায়। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে অন্তত ২৫০-৩০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে গতকাল রাত ১২টার পর পুলিশের পক্ষ থেকে এই মামলা দায়ের করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে আজকের পত্রিকাকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের ডিসি জাফর হোসেন। তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনার দিন ফায়ার সার্ভিসের কর্মী ও কার্যালয়ে হামলা এবং আইনশৃঙ্খলা রক্ষার সময় পুলিশের ওপরও হামলা হয়। এমন অভিযোগে বংশাল থানায় অজ্ঞাতনামা অন্তত ৩৫০ জনকে আসামি করে গতকাল রাত ১২টার পর পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।’
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় শাহবাগ থানায় আরও সাতটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এর মধ্যে পুলিশের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। বাকি ছয়টি জিডি করেছে বঙ্গবাজার কমপ্লেক্স ও পার্শ্ববর্তী মার্কেটগুলোর ক্ষতিগ্রস্ত দোকানিরা। ব্যবসায়ীরা মামলা করেছেন তাঁদের ইনস্যুরেন্স ক্লেইম করার জন্য। জিডির তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের উপপুলিশ কমিশনার মো. শহিদুল্লা ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় নীলফামারী-১ আসনের (ডোমার-ডিমলা) সাবেক সংসদ সদস্য (এমপি) আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৫ মার্চ) মধ্যরাতে রংপুর নগরীর সেনপাড়ার গুড় মজিবরের বাড়ি থেকে তাঁকে...
৩০ মিনিট আগেরাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সালেহ উদ্দিন জানান, আগুনে বস্তির প্রায় শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে।
১ ঘণ্টা আগেনেতৃত্বের শূন্যতায় ধুঁকছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)। তার প্রভাব পড়ছে নগরজীবনে। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, দূষণ, যানজট, জলজট, খানাখন্দে ভরা রাস্তাঘাট, মশার উপদ্রব, সড়কবাতির অভাবে রাতে ভুতুড়ে পরিবেশ—এসব এখন নগরবাসীর নিত্যসঙ্গী। কিন্তু এসব দেখার কেউ নেই।
৫ ঘণ্টা আগেদেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
৭ ঘণ্টা আগে