Ajker Patrika

মগবাজারে বিস্ফোরণে আরো একজনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মগবাজারে বিস্ফোরণে আরো একজনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১২

রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় সুভাষ চন্দ্র সাহা (৬২) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে মগবাজারের বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১২ জনে। 

সোমবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সুভাষ সাহার বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায়। বর্তমানে তিনি ইসলামপুরে থাকতেন। ঘটনার সময় তিনি বাসে ছিলেন। 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মগবাজারের ঘটনায় প্রথম থেকেই তিনি ঢামেক হাসপাতালে ভর্তি ছিলেন। গত রাতে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে রাতেই তাঁর মৃত্যু হয়। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত ছিল। 

বাচ্চু মিয়া আরও জানান, মৃতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মঙ্গলবার দুপুরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছে কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি)। 

এর আগে গত  ২৭ জুন সন্ধ্যায় রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।   এঘটনায় এর আগে ১১ জন নিহত হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত