শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাইকে চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে হাতে লেখা দুটি চিঠি পাওয়ার পর পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ইউএনও।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার বিকেলে ডাকযোগে ২টি চিঠি অফিসে গ্রহণ করা হয়। খুলে দেখি আমাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ ও জীবননাশের হুমকি দিয়ে চিঠি লেখা হয়েছে। তবে কে বা কারা চিঠিটি লিখেছে তা উল্লেখ নেই।
মনদীপ ঘরাই আরও জানান, সম্প্রতি সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শরীয়তপুরে বেশ কিছু অবৈধ ড্রেজার উচ্ছেদ ও বিনষ্ট করা হয়। চিঠিতে ড্রেজার নষ্ট করে চিঠি প্রদানকারীর ক্ষতি সাধন করা হয়েছে উল্লেখ করা হয়। এছাড়াও মাদকের বিষয়েও বিভিন্ন তৎপরতা নিয়ে তাদের ক্ষোভের কথা তারা উল্লেখ করেছে চিঠিতে। এছাড়াও চিঠিতে বেশ কিছু বিষয়ে তাদের আপত্তির কথা তারা উল্লেখ করেছেন।
নির্বাহী কর্মকর্তা বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
পালং মডেল থানার ওসি আকতার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ডাক বিভাগের মাধ্যমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর হাতে লেখা দুটি চিঠি পাঠানো হয়। তিনি চিঠি দুইটি পড়ে সেখানে বেশ কিছু অসংগতি পেয়েছেন।
একটি চিঠিতে সরাসরি তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এরপর তিনি আমাকে বিষয়টি জানান এবং পালং মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে সবকিছু বলা সম্ভব হচ্ছে না। আশা করি তদন্ত শেষে পুরো বিষয়টি বেরিয়ে আসবে।
শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাইকে চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে হাতে লেখা দুটি চিঠি পাওয়ার পর পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ইউএনও।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার বিকেলে ডাকযোগে ২টি চিঠি অফিসে গ্রহণ করা হয়। খুলে দেখি আমাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ ও জীবননাশের হুমকি দিয়ে চিঠি লেখা হয়েছে। তবে কে বা কারা চিঠিটি লিখেছে তা উল্লেখ নেই।
মনদীপ ঘরাই আরও জানান, সম্প্রতি সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শরীয়তপুরে বেশ কিছু অবৈধ ড্রেজার উচ্ছেদ ও বিনষ্ট করা হয়। চিঠিতে ড্রেজার নষ্ট করে চিঠি প্রদানকারীর ক্ষতি সাধন করা হয়েছে উল্লেখ করা হয়। এছাড়াও মাদকের বিষয়েও বিভিন্ন তৎপরতা নিয়ে তাদের ক্ষোভের কথা তারা উল্লেখ করেছে চিঠিতে। এছাড়াও চিঠিতে বেশ কিছু বিষয়ে তাদের আপত্তির কথা তারা উল্লেখ করেছেন।
নির্বাহী কর্মকর্তা বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
পালং মডেল থানার ওসি আকতার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ডাক বিভাগের মাধ্যমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর হাতে লেখা দুটি চিঠি পাঠানো হয়। তিনি চিঠি দুইটি পড়ে সেখানে বেশ কিছু অসংগতি পেয়েছেন।
একটি চিঠিতে সরাসরি তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এরপর তিনি আমাকে বিষয়টি জানান এবং পালং মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে সবকিছু বলা সম্ভব হচ্ছে না। আশা করি তদন্ত শেষে পুরো বিষয়টি বেরিয়ে আসবে।
রাজধানীর মিরপুর-৬ নম্বরে বাটার শো-রুমে আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসে নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রাফি আল ফারুক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
১২ মিনিট আগেযশোরে আলোচিত শীর্ষ সন্ত্রাসী রাকিব হোসেন (৩২) ওরফে ভাইপো রাকিব গুলিবিদ্ধ হয়েছেন। আজ রোববার রাত সাড়ে ১০ টার দিকে শহরের শংকরপুর পশু হাসপাতালের সামনে এই ঘটনা ঘটেছে। বুকে দুটি গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জ
২ ঘণ্টা আগেঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডাকাতির মামলার অভিযোগ না নেওয়া ও তদন্তে বিলম্বের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে১০ দিনের মাথায় ওএসডি হলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান অধ্যাপক ড. খোন্দকার কামাল হাসান। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। একই সঙ্গে তাঁকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করার কথা উ
৩ ঘণ্টা আগে