Ajker Patrika

জনগণের রায়ে আমাদের প্রার্থী বিপুল ভোটে জয় লাভ করবেন: হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১২: ১২
জনগণের রায়ে আমাদের প্রার্থী বিপুল ভোটে জয় লাভ করবেন: হাছান মাহমুদ

‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ইসি যে ব্যবস্থা গ্রহণ করেছে সে ব্যবস্থার পরিপ্রেক্ষিতে এখন সেখানে যেভাবে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে নির্বাচনের দিনেও তাই অব্যাহত থাকবে। জনগণের রায়েই নির্বাচনে প্রতিফলিত হবে। আশা করি সেই রায়ে আমাদের প্রার্থী বিপুল ভোটে জয় লাভ করবেন।’ 

শনিবার বেলা সাড়ে তিনটায় ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এমন আশাবাদ ব্যক্ত করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

বিএনপির দাবি ঢাকা থেকে বহিরাগতরা গিয়ে নির্বাচনে বিশৃঙ্খলার সৃষ্টি করছে এ বিষয়ে মতামত জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন নিয়ে নারায়ণগঞ্জে অত্যন্ত উদ্দীপনা বিরাজ করছে। আমাদের দেশে নির্বাচনের সময় ছোটখাটো অনেক ঘটনা দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে এখনো তেমন কিছুই ঘটেনি। কারণ, নির্বাচন কমিশন অত্যন্ত সুন্দরভাবে সব কাজ করছে।’ নির্বাচন কমিশন যেভাবে চাইছে সরকারের পক্ষ থেকে সেভাবেই সহায়তা করা হচ্ছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, ভোটাররা যাতে ভালো করে ভোট দিতে পারেন এই ব্যবস্থা করছে নির্বাচন কমিশন।’ 

ইউরোপীয় ইউনিয়নের সভা ও সমসাময়িক বিষয়ে আয়োজিত এই আলোচনা সভায় দেশের বাইরের আওয়ামীপন্থী কর্মীদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, দল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের মাধ্যমেই কথা বলে সুতরাং তাঁরা যা বলবেন তাই শুনতে হবে। আওয়ামী লীগ করতে হলে কেন্দ্রের নির্দেশনা মানতে হয়, যা অনেকেই মানেন না। কোন দেশের আওয়ামী লীগের সদস্য কী করছেন, তা নিয়ে মনিটরিং কমিটি গঠন করার কথা উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত