ফজলুল কবির, ঢাকা
অবশেষে আবার আড়মোড়া ভেঙে জেগে উঠছে পাখিরা। তার সঙ্গে কিচিরমিচির নয়, হইহই ধ্বনিতে জেগে উঠছে শহরও। এমন দৃশ্যের কল্পনা কত দিন ধরে করছে এই শহরের মানুষ। কিন্তু এর বাস্তবায়ন শুধু দীর্ঘায়িতই হয়েছে বারবার। বারবার করোনা নামের এক অণুজীব এসে শিশু-কিশোরদের প্রিয় প্রাঙ্গণের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছে। বন্ধুদের দীর্ঘ অদেখার কারণ হয়েছে।
একটানা ৫৫৪ দিন বন্ধ থাকার পর অবশেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। একটা বুক ঢিপঢিপ করা ভয় যে নেই, তা নয়। সেই ধুকপুকানি ছাপিয়ে একটা আনন্দের ধারাও কিন্তু বইছে। তার আঁচ পাওয়া গেল রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রস্তুত করার আয়োজনের মধ্য দিয়ে। আজ ১২ সেপ্টেম্বর স্কুল খোলা হলেও বেশ কয়েকটি স্কুলের সামনে গতকালই দেখা গেল শিক্ষার্থীদের ছোট ছোট জটলা। নিজের শিক্ষাপ্রতিষ্ঠান ও বন্ধুদের দেখে খুশিতে উজ্জ্বল তাদের মুখ।
তাদের চোখেমুখে শ্রেণিকক্ষে ফেরার অপেক্ষা। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল তো সাজানোই হয়েছে শিক্ষার্থীদের প্রত্যাবর্তনকে উদ্যাপন করতে। শুধু এটিই নয়, শহরের বেশ কিছু স্কুল পরিচ্ছন্ন করার পাশাপাশি সাজাতে দেখা গেল। যেন উৎসব হবে কোনো। আচ্ছা, যে শিক্ষাপ্রতিষ্ঠান, বিশেষত কিন্ডারগার্টেনগুলো বন্ধই হয়ে গেল, সেগুলোর শিক্ষক-শিক্ষার্থীরা কী করছে?
এ তো উৎসবই। যে শিক্ষার্থী স্কুল কামাই করতে উদ্গ্রীব থাকত, তাকেও তো এই করোনাকালে উচাটন হতে দেখা গেছে নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য। দেশের নানা প্রান্তে মানববন্ধন করতে দেখা গেছে। এ তো স্বাভাবিকই। কারণ, এত দীর্ঘ ছুটি তো কেউ কখনো চায়নি।
রাজধানীর নবকুমার ইনস্টিটিউশনের সামনে দেখা গেল কিছু শিক্ষার্থী দাঁড়িয়ে আছে। খোলা গেটের ভেতরে উঁকি দিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম দেখছে। আবার পথে পথে বিভিন্ন জুতা-জামার দোকানে দেখা গেল মা-বাবাসহ অনেক শিক্ষার্থীকে। জুতার মাপ দিচ্ছে তারা। দেড় বছরে শরীরের বৃদ্ধি তো আর থেমে ছিল না।
আজকের এই দিন নিঃসন্দেহে এখনকার শিক্ষার্থীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে, ঠিক যেমনটা স্মরণীয় হয়ে থাকবে এই পুরো করোনাকাল। কারণ আজকের এই দিনে খুলে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানের বন্ধ গেটগুলো। খুলে যাচ্ছে হাসি-তামাশা, রাগ ও অভিমানের সবকটি দরজা। আজ থেকেই আবার স্কুলগেটের সামনে হয়তো দেখা মিলবে সেই আচার ও ঝালমুড়িবিক্রেতার, যার সঙ্গে তার রক্তের না হলেও রয়েছে আত্মার বন্ধন। আচ্ছা, আজ শিশু-কিশোরেরা স্কুলে গিয়ে কি তাদের সব প্রিয় ‘মামা’দের দেখতে পাবে? তাদের কতজন পেশা বদলাতে বাধ্য হয়েছেন? হইহুল্লোড় শুনে অভ্যস্ত এসব মানুষ এই কলরব পাশ কাটিয়ে নতুন পেশায় স্থির থাকতে পারবেন কি?
আর যারা আজও স্কুল পাবে না, তাদের কী হবে? যারা রাস্তায় ছিল আগে, আর করোনা যাদের রাস্তায় এনে দাঁড় করিয়েছে, তারা? তাদের মনের বাড়ির খোঁজ কি নেবে কেউ? কিংবা যাদের স্কুলটিই উধাও হয়ে গেছে মহামারিতে, তারা কী করবে? তাদের অপেক্ষা ফুরাবে কবে?
অবশেষে আবার আড়মোড়া ভেঙে জেগে উঠছে পাখিরা। তার সঙ্গে কিচিরমিচির নয়, হইহই ধ্বনিতে জেগে উঠছে শহরও। এমন দৃশ্যের কল্পনা কত দিন ধরে করছে এই শহরের মানুষ। কিন্তু এর বাস্তবায়ন শুধু দীর্ঘায়িতই হয়েছে বারবার। বারবার করোনা নামের এক অণুজীব এসে শিশু-কিশোরদের প্রিয় প্রাঙ্গণের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছে। বন্ধুদের দীর্ঘ অদেখার কারণ হয়েছে।
একটানা ৫৫৪ দিন বন্ধ থাকার পর অবশেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। একটা বুক ঢিপঢিপ করা ভয় যে নেই, তা নয়। সেই ধুকপুকানি ছাপিয়ে একটা আনন্দের ধারাও কিন্তু বইছে। তার আঁচ পাওয়া গেল রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রস্তুত করার আয়োজনের মধ্য দিয়ে। আজ ১২ সেপ্টেম্বর স্কুল খোলা হলেও বেশ কয়েকটি স্কুলের সামনে গতকালই দেখা গেল শিক্ষার্থীদের ছোট ছোট জটলা। নিজের শিক্ষাপ্রতিষ্ঠান ও বন্ধুদের দেখে খুশিতে উজ্জ্বল তাদের মুখ।
তাদের চোখেমুখে শ্রেণিকক্ষে ফেরার অপেক্ষা। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল তো সাজানোই হয়েছে শিক্ষার্থীদের প্রত্যাবর্তনকে উদ্যাপন করতে। শুধু এটিই নয়, শহরের বেশ কিছু স্কুল পরিচ্ছন্ন করার পাশাপাশি সাজাতে দেখা গেল। যেন উৎসব হবে কোনো। আচ্ছা, যে শিক্ষাপ্রতিষ্ঠান, বিশেষত কিন্ডারগার্টেনগুলো বন্ধই হয়ে গেল, সেগুলোর শিক্ষক-শিক্ষার্থীরা কী করছে?
এ তো উৎসবই। যে শিক্ষার্থী স্কুল কামাই করতে উদ্গ্রীব থাকত, তাকেও তো এই করোনাকালে উচাটন হতে দেখা গেছে নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য। দেশের নানা প্রান্তে মানববন্ধন করতে দেখা গেছে। এ তো স্বাভাবিকই। কারণ, এত দীর্ঘ ছুটি তো কেউ কখনো চায়নি।
রাজধানীর নবকুমার ইনস্টিটিউশনের সামনে দেখা গেল কিছু শিক্ষার্থী দাঁড়িয়ে আছে। খোলা গেটের ভেতরে উঁকি দিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম দেখছে। আবার পথে পথে বিভিন্ন জুতা-জামার দোকানে দেখা গেল মা-বাবাসহ অনেক শিক্ষার্থীকে। জুতার মাপ দিচ্ছে তারা। দেড় বছরে শরীরের বৃদ্ধি তো আর থেমে ছিল না।
আজকের এই দিন নিঃসন্দেহে এখনকার শিক্ষার্থীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে, ঠিক যেমনটা স্মরণীয় হয়ে থাকবে এই পুরো করোনাকাল। কারণ আজকের এই দিনে খুলে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানের বন্ধ গেটগুলো। খুলে যাচ্ছে হাসি-তামাশা, রাগ ও অভিমানের সবকটি দরজা। আজ থেকেই আবার স্কুলগেটের সামনে হয়তো দেখা মিলবে সেই আচার ও ঝালমুড়িবিক্রেতার, যার সঙ্গে তার রক্তের না হলেও রয়েছে আত্মার বন্ধন। আচ্ছা, আজ শিশু-কিশোরেরা স্কুলে গিয়ে কি তাদের সব প্রিয় ‘মামা’দের দেখতে পাবে? তাদের কতজন পেশা বদলাতে বাধ্য হয়েছেন? হইহুল্লোড় শুনে অভ্যস্ত এসব মানুষ এই কলরব পাশ কাটিয়ে নতুন পেশায় স্থির থাকতে পারবেন কি?
আর যারা আজও স্কুল পাবে না, তাদের কী হবে? যারা রাস্তায় ছিল আগে, আর করোনা যাদের রাস্তায় এনে দাঁড় করিয়েছে, তারা? তাদের মনের বাড়ির খোঁজ কি নেবে কেউ? কিংবা যাদের স্কুলটিই উধাও হয়ে গেছে মহামারিতে, তারা কী করবে? তাদের অপেক্ষা ফুরাবে কবে?
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৭ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৭ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৭ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৭ ঘণ্টা আগে