উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় ভবন থেকে পড়ে ফারহান ইসলাম ফুয়াদ (১৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি, সে অনলাইনে জাপানি নাগরিকের সঙ্গে চ্যাটিংয়ে আসক্ত ছিল। সেই থেকেই ফুয়াদ আত্মহত্যা করেছে।
উত্তরা ১২ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কের ৩১ নম্বর ষষ্ঠতলা বাসার ছাদ থেকে আজ বুধবার সকাল ৬টার দিকে পড়ে গিয়ে আহত হয় ফুয়াদ। পরে তাকে উদ্ধার করে প্রথমে উত্তরা আধুনিক মেডিকেলেৎ, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল সোয়া ১০টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি উত্তরার মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।
নিহত ওই ছাত্র কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামের মৃত শওকত ইসলাম ফাহিমের ছেলে। সে উত্তরা ১২ নম্বর সেক্টরের ওই বাসায় ছোট বোন ও মায়ের সঙ্গে বসবাস করত।
নিহত মুরাদের মা শামীম আরা নীপা আজকের পত্রিকাকে বলেন, `ফুয়াদ অনলাইন চ্যাটিংয়ে আসক্ত ছিল। প্রায়ই একজন জাপানি নাগরিকের সঙ্গে অনলাইনে চ্যাটিংয়ে ব্যস্ত থাকত। বাথরুমে গিয়েও দীর্ঘ সময় অনলাইনে চ্যাটিং করত। তবে সে ছেলে না মেয়ে তা জানি না।'
নীপা বলেন, `গতকাল মঙ্গলবার ফুয়াদ উল্লেখ করে জাপানি নাগরিকের সঙ্গে চ্যাটিং করেছে। পরে আমি দেখতে পেয়ে জোর করে ওর সঙ্গে রাতে ছিলাম। রাতে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে ভোর ৫টার দিকে উঠে ওয়াশরুমে যাবে বলে বের হয়েছিল। পরে ভবনের ছাদ থেকে সকাল ৬টার দিকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। ফুয়াদকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়ির দারোয়ান আমাদের জানান।'
নীপা বলেন, `ফুয়াদের বাবা মারা গেছেন তিন মাস আগে। জীবিত থাকা অবস্থায় আমাদের সম্পর্ক ভালো ছিল না। যার কারণে ফুয়াদ ভেঙে পড়েছিল। নিজের শরীরের বিভিন্ন অংশ নিজেই ব্লেড দিয়ে কাটাকাটি করত।'
নিহত ওই ছাত্রের দুলাভাই দেলোয়ার হোসেন বলেন, ফুয়াদের মানসিক সমস্যা ছিল, যার কারণে সে আত্মহত্যা করেছে।
উত্তরা পশ্চিম থানার এসআই রুবেল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ছাত্র ছাদ থেকে পড়ে মারা গেছে। তার মরদেহের সুরতাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রাজধানীর উত্তরায় ভবন থেকে পড়ে ফারহান ইসলাম ফুয়াদ (১৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি, সে অনলাইনে জাপানি নাগরিকের সঙ্গে চ্যাটিংয়ে আসক্ত ছিল। সেই থেকেই ফুয়াদ আত্মহত্যা করেছে।
উত্তরা ১২ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কের ৩১ নম্বর ষষ্ঠতলা বাসার ছাদ থেকে আজ বুধবার সকাল ৬টার দিকে পড়ে গিয়ে আহত হয় ফুয়াদ। পরে তাকে উদ্ধার করে প্রথমে উত্তরা আধুনিক মেডিকেলেৎ, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল সোয়া ১০টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি উত্তরার মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।
নিহত ওই ছাত্র কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামের মৃত শওকত ইসলাম ফাহিমের ছেলে। সে উত্তরা ১২ নম্বর সেক্টরের ওই বাসায় ছোট বোন ও মায়ের সঙ্গে বসবাস করত।
নিহত মুরাদের মা শামীম আরা নীপা আজকের পত্রিকাকে বলেন, `ফুয়াদ অনলাইন চ্যাটিংয়ে আসক্ত ছিল। প্রায়ই একজন জাপানি নাগরিকের সঙ্গে অনলাইনে চ্যাটিংয়ে ব্যস্ত থাকত। বাথরুমে গিয়েও দীর্ঘ সময় অনলাইনে চ্যাটিং করত। তবে সে ছেলে না মেয়ে তা জানি না।'
নীপা বলেন, `গতকাল মঙ্গলবার ফুয়াদ উল্লেখ করে জাপানি নাগরিকের সঙ্গে চ্যাটিং করেছে। পরে আমি দেখতে পেয়ে জোর করে ওর সঙ্গে রাতে ছিলাম। রাতে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে ভোর ৫টার দিকে উঠে ওয়াশরুমে যাবে বলে বের হয়েছিল। পরে ভবনের ছাদ থেকে সকাল ৬টার দিকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। ফুয়াদকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়ির দারোয়ান আমাদের জানান।'
নীপা বলেন, `ফুয়াদের বাবা মারা গেছেন তিন মাস আগে। জীবিত থাকা অবস্থায় আমাদের সম্পর্ক ভালো ছিল না। যার কারণে ফুয়াদ ভেঙে পড়েছিল। নিজের শরীরের বিভিন্ন অংশ নিজেই ব্লেড দিয়ে কাটাকাটি করত।'
নিহত ওই ছাত্রের দুলাভাই দেলোয়ার হোসেন বলেন, ফুয়াদের মানসিক সমস্যা ছিল, যার কারণে সে আত্মহত্যা করেছে।
উত্তরা পশ্চিম থানার এসআই রুবেল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ছাত্র ছাদ থেকে পড়ে মারা গেছে। তার মরদেহের সুরতাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নরসিংদীর পলাশ উপজেলায় ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। আজ সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কামতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ মিনিট আগেচলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব নিরসনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আজ রাত ১০টায় আহ্বান করা বৈঠকে যাচ্ছে না কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ।
২ মিনিট আগেবিএনপি যাকে নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ দেবে তার সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সবাই কাজ করবেন। এমন আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার ওসি আহসান হাবিব। তিনি বলেন, ‘বিএনপি বৃহত্তর একটি দল। দল-মত-গ্রুপ থাকতেই পারে। দল যাকে নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ দেবে তার সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সবাই কাজ
১২ মিনিট আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। আজ সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। তাঁকে গ্রেপ্তারের খবরে ডি
২৫ মিনিট আগে