নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার সাভারে এক নারীর বিরুদ্ধে তাঁর চার বছরের প্রতিবন্ধী ছেলেকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে সাভার পৌর এলাকার পূর্ব রাজাসন মহল্লায় এই ঘটনা ঘটে। হত্যার শিকার শিশু আহম্মদ উল্লাহ আলিফ ওই এলাকার আরিফুর রহমান ও ইফরাত জাহান দম্পতির ছেলে।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।
আরিফুর রহমান বলেন, ‘আমার ছেলে আলিফ জন্ম থেকেই শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী ছিল। চিকিৎসা করেও তার অবস্থার পরিবর্তন হচ্ছিল না। প্রতিবন্ধী ছেলেকে নিয়ে আমার স্ত্রী প্রায়ই মানসিকভাবে বিপর্যস্ত থাকতেন। এ অবস্থায় গত রোববার রাতে আলিফকে তিনি (স্ত্রী ইফরাত জাহান) নৃশংসভাবে হত্যা করেন।’
আরিফুর রহমান আরও বলেন, ‘ছেলে হত্যার ঘটনায় আজ সোমবার সাভার থানায় আমার স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা করেছি। এর আগে পুলিশ আমার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে।’
আরিফুর রহমান স্ত্রী-সন্তানদের নিয়ে যে বাসায় ভাড়া থাকেন, ওই বাসার মালিক আমির হোসেন বলেন, ‘রোববার রাতে প্রতিবন্ধী শিশুটির চিৎকার শুনে আমি আরিফুর রহমানের বাসার সামনে যাই। তখন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। আমি দরজার নিচ দিয়ে দেখতে পাই আরিফুর রহমানের স্ত্রী তাঁর ছেলের মাথা ধরে বারবার খাটের সঙ্গে বাড়ি মারছেন। এ অবস্থায় প্রতিবেশীদের নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করি। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।’
অভিযোগের বিষয়ে ইফরাত জাহানের সঙ্গে কথা বলার জন্য আজ সোমবার দুপুরে সাভার থানায় গিয়ে দেখা যায়, পুলিশ তাঁকে (ইসরাত জাহান) আদালতে নিয়ে যাওয়ার জন্য যানবাহনে তোলার চেষ্টা করছে। আর ইফরাত জাহান মেঝেতে শুয়ে পড়ে পুলিশকে অসহযোগিতা করছেন। এভাবে আধা ঘণ্টার বেশি চেষ্টা করে তাঁকে যানবাহনে তুলতে সক্ষম হয় পুলিশ। এ সময় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইরে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটিকে বুকে ও মুখে লাথি মেরে এবং মাথায় আঘাত করে হত্যা করা হয়। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে তার মা জড়িত বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে।’
ওসি মোহাম্মদ জুয়েল মিয়া আরও বলেন, স্বামী আরিফুর রহমানের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ইফরাত জাহানকে আজ ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। এর আগে আজ সকালে তাঁকে বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকার সাভারে এক নারীর বিরুদ্ধে তাঁর চার বছরের প্রতিবন্ধী ছেলেকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে সাভার পৌর এলাকার পূর্ব রাজাসন মহল্লায় এই ঘটনা ঘটে। হত্যার শিকার শিশু আহম্মদ উল্লাহ আলিফ ওই এলাকার আরিফুর রহমান ও ইফরাত জাহান দম্পতির ছেলে।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।
আরিফুর রহমান বলেন, ‘আমার ছেলে আলিফ জন্ম থেকেই শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী ছিল। চিকিৎসা করেও তার অবস্থার পরিবর্তন হচ্ছিল না। প্রতিবন্ধী ছেলেকে নিয়ে আমার স্ত্রী প্রায়ই মানসিকভাবে বিপর্যস্ত থাকতেন। এ অবস্থায় গত রোববার রাতে আলিফকে তিনি (স্ত্রী ইফরাত জাহান) নৃশংসভাবে হত্যা করেন।’
আরিফুর রহমান আরও বলেন, ‘ছেলে হত্যার ঘটনায় আজ সোমবার সাভার থানায় আমার স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা করেছি। এর আগে পুলিশ আমার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে।’
আরিফুর রহমান স্ত্রী-সন্তানদের নিয়ে যে বাসায় ভাড়া থাকেন, ওই বাসার মালিক আমির হোসেন বলেন, ‘রোববার রাতে প্রতিবন্ধী শিশুটির চিৎকার শুনে আমি আরিফুর রহমানের বাসার সামনে যাই। তখন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। আমি দরজার নিচ দিয়ে দেখতে পাই আরিফুর রহমানের স্ত্রী তাঁর ছেলের মাথা ধরে বারবার খাটের সঙ্গে বাড়ি মারছেন। এ অবস্থায় প্রতিবেশীদের নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করি। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।’
অভিযোগের বিষয়ে ইফরাত জাহানের সঙ্গে কথা বলার জন্য আজ সোমবার দুপুরে সাভার থানায় গিয়ে দেখা যায়, পুলিশ তাঁকে (ইসরাত জাহান) আদালতে নিয়ে যাওয়ার জন্য যানবাহনে তোলার চেষ্টা করছে। আর ইফরাত জাহান মেঝেতে শুয়ে পড়ে পুলিশকে অসহযোগিতা করছেন। এভাবে আধা ঘণ্টার বেশি চেষ্টা করে তাঁকে যানবাহনে তুলতে সক্ষম হয় পুলিশ। এ সময় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইরে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটিকে বুকে ও মুখে লাথি মেরে এবং মাথায় আঘাত করে হত্যা করা হয়। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে তার মা জড়িত বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে।’
ওসি মোহাম্মদ জুয়েল মিয়া আরও বলেন, স্বামী আরিফুর রহমানের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ইফরাত জাহানকে আজ ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। এর আগে আজ সকালে তাঁকে বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে দুপাশে ঘন গজারি বন। গাছপালা কেটে বনভূমি উজাড় ও জবরদখল করে রাস্তা নির্মাণ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও বন বিভাগের সংশ্লিষ্টদের তোয়াক্কা না করে রাস্তা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন এক প্রভাবশালী। উপজেলা প্রশাসন এই কাজ দ্রুত বন্ধের কথা জানালেও দৃশ্যমান কোনো পদক্ষেপ এখনো চোখে পড়েনি। এ
৫ ঘণ্টা আগেঢাকা মেডিকেল কলেজে (ঢামেকে) ডাক্তারি পড়ার সুযোগ পেয়েও দুশ্চিন্তায় দিন কাটাতে হচ্ছে কোটচাঁদপুরের সামাউল ইসলাম ও তাঁর পরিবারের। অর্থনৈতিক সংকটের কারণে তাঁর মেডিকেলে ভর্তি হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়।
৫ ঘণ্টা আগেজমিসংক্রান্ত সেবা উন্নত করতে খুলনার ৭ উপজেলায় ১৪টি ইউনিয়ন ভূমি কার্যালয় নির্মাণ করা হয়। প্রায় ৯ কোটি টাকা প্রাক্কলনে ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে এসব ভবন নির্মাণ করা হলেও কোনোটি দুই বছর ধরে, আবার কোনোটি তিন বছর ধরে অব্যবহৃত পড়ে আছে। একটি ভবনেও দাপ্তরিক কার্যক্রম চালু হয়নি। ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চ
৫ ঘণ্টা আগেসাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে গঠিত পুলিশের বিশেষ টাস্কফোর্স ঢাকার ২০১২ সালের গ্রিলকাটা চোরের সন্ধানে নেমেছে। এ ছাড়া সম্ভাব্য আরও আটটি বিষয় সামনে রেখে অনুসন্ধান শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) নেতৃত্বে গঠিত এই টাস্কফোর্স।
৫ ঘণ্টা আগে