নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অব্যাহতির আবেদনের ওপর শুনানি আবারও পেছাল। শুনানির জন্য নতুন দিন ধার্য করা হয়েছে আগামী ১ মার্চ। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান এই তারিখ ধার্য করেন।
এর আগে ১৯ ফেব্রুয়ারি মামলায় জব্দকৃত দলিলগুলোর জাবেদা নকল সরবরাহের জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু ওই নকল হাতে না পাওয়ায় খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবী এ জে মোহাম্মদ আলী সময়ের আবেদন করেন। আদালত সময় মঞ্জুর করে পরবর্তী তারিখ ধার্য করেন।
গত কয়েকটি ধার্য তারিখে খালেদা জিয়ার অব্যাহতি শুনানি করছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। আদালতে উপস্থিত বাগেরহাটের সাবেক সংসদ সদস্য ও এই মামলার আরেক আসামি এম এ এইচ সেলিমের আইনজীবী জাকারিয়া হায়দার বিষয়টি নিশ্চিত করেন।
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের বিশেষ এজলাসে এই মামলার শুনানি চলাকালে খালেদা জিয়ার পক্ষে অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী হাজিরা দেন। আসামি গিয়াস উদ্দিন আল মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি। সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম ও বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম সময়ের আবেদন করেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন।
উল্লেখ্য, কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির মামলাটি করেন। ২০১৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।
নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অব্যাহতির আবেদনের ওপর শুনানি আবারও পেছাল। শুনানির জন্য নতুন দিন ধার্য করা হয়েছে আগামী ১ মার্চ। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান এই তারিখ ধার্য করেন।
এর আগে ১৯ ফেব্রুয়ারি মামলায় জব্দকৃত দলিলগুলোর জাবেদা নকল সরবরাহের জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু ওই নকল হাতে না পাওয়ায় খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবী এ জে মোহাম্মদ আলী সময়ের আবেদন করেন। আদালত সময় মঞ্জুর করে পরবর্তী তারিখ ধার্য করেন।
গত কয়েকটি ধার্য তারিখে খালেদা জিয়ার অব্যাহতি শুনানি করছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। আদালতে উপস্থিত বাগেরহাটের সাবেক সংসদ সদস্য ও এই মামলার আরেক আসামি এম এ এইচ সেলিমের আইনজীবী জাকারিয়া হায়দার বিষয়টি নিশ্চিত করেন।
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের বিশেষ এজলাসে এই মামলার শুনানি চলাকালে খালেদা জিয়ার পক্ষে অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী হাজিরা দেন। আসামি গিয়াস উদ্দিন আল মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি। সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম ও বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম সময়ের আবেদন করেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন।
উল্লেখ্য, কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির মামলাটি করেন। ২০১৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।
ববি, ট্রেজারার, সেনা কর্মকর্তা, বরিশাল, জেলার খবর
৯ মিনিট আগেঝালকাঠির নলছিটিতে বাস-মিনিবাস মালিক সমিতি কর্তৃক ঝালকাঠি-বরিশাল মহাসড়কে চেকপোস্টের নামে যাত্রী-চালকদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এর প্রতিবাদে বেলা ৩টা থেকে ঝালকাঠি বাস মালিক সমিতি ১৮টি রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে।
১২ মিনিট আগেযশোরের শার্শা উপজেলায় সমাবেশকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেমানবাধিকার নিয়ে সেমিনার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ মঙ্গলবার র্যাব সদর দপ্তরের এলিট হলে এ সেমিনারের আয়োজন করা হয়
১ ঘণ্টা আগে