নিজস্ব প্রতিরোধক, ঢাকা
গাড়ি ভাঙচুর ও সিএনজি অটোরিকশায় অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল ও সাবেক সেক্রেটারি হাবিবুর রশীদ হাবিবসহ বিএনপির ২০ নেতাকে খালাস দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ রায় দেন।
তবে একজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির দুটি ধারায় তাঁকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত বিএনপি কর্মী আবুল কালাম আজাদ।
২০১৩ সালে বিএনপির হরতাল অবরোধ চলাকালে রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে গাড়ি ভাঙচুর ও সিএনজিতে অগ্নিসংযোগের অভিযোগে এ মামলা হয়।
আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘২০ জনকে খালাস দিয়েছেন আদালত। প্রমাণিত হয়েছে তাঁদের মিথ্যা ভাবে এই মামলায় জড়ানো হয়েছিল।’
মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ১২ মার্চ বিএনপির সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির সামনে মিছিল বের করা হয়। সেসময় ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভুইয়া জুয়েলসহ ৪০ / ৫০ জন বিএনপির নেতা–কর্মী দলবদ্ধ হয়ে ইটপাটকেল, লাঠিসোঁটা, রড, হকিস্টিক নিয়ে রাস্তায় চলাচলরত যানবাহনে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আসামিদের নিক্ষিপ্ত ইট ও বিস্ফোরিত স্প্লিন্টারের আঘাতে এসআই আশফাক রাজীব হাসান, কনস্টেবল আব্দুর রাজ্জাক, আনছার, জাকির হোসেন ও খালেক গুরুতর আহত হন।
এ ঘটনার পরদিন রমনা থানার এসআই হানিফ বাদী হয়ে মামলা করেন।
২০১৫ সালের ৮ জুন আব্দুল কাদের ভুইয়া জুয়েলসহ ২১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলা চলাকালে ১২ জন আদালতে সাক্ষ্য দেন।
গাড়ি ভাঙচুর ও সিএনজি অটোরিকশায় অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল ও সাবেক সেক্রেটারি হাবিবুর রশীদ হাবিবসহ বিএনপির ২০ নেতাকে খালাস দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ রায় দেন।
তবে একজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির দুটি ধারায় তাঁকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত বিএনপি কর্মী আবুল কালাম আজাদ।
২০১৩ সালে বিএনপির হরতাল অবরোধ চলাকালে রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে গাড়ি ভাঙচুর ও সিএনজিতে অগ্নিসংযোগের অভিযোগে এ মামলা হয়।
আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘২০ জনকে খালাস দিয়েছেন আদালত। প্রমাণিত হয়েছে তাঁদের মিথ্যা ভাবে এই মামলায় জড়ানো হয়েছিল।’
মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ১২ মার্চ বিএনপির সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির সামনে মিছিল বের করা হয়। সেসময় ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভুইয়া জুয়েলসহ ৪০ / ৫০ জন বিএনপির নেতা–কর্মী দলবদ্ধ হয়ে ইটপাটকেল, লাঠিসোঁটা, রড, হকিস্টিক নিয়ে রাস্তায় চলাচলরত যানবাহনে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আসামিদের নিক্ষিপ্ত ইট ও বিস্ফোরিত স্প্লিন্টারের আঘাতে এসআই আশফাক রাজীব হাসান, কনস্টেবল আব্দুর রাজ্জাক, আনছার, জাকির হোসেন ও খালেক গুরুতর আহত হন।
এ ঘটনার পরদিন রমনা থানার এসআই হানিফ বাদী হয়ে মামলা করেন।
২০১৫ সালের ৮ জুন আব্দুল কাদের ভুইয়া জুয়েলসহ ২১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলা চলাকালে ১২ জন আদালতে সাক্ষ্য দেন।
ছেলের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাঁর চাচা ও চাচাতো ভাইরা পরিকল্পিতভাবে আয়েশা বেগমকে হত্যা করেছেন। মরদেহের মুখমণ্ডলে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তবে পুলিশ এটিকে স্বাভাবিক মৃত্যু বলে দাবি করেছে।
১৯ মিনিট আগেদেশের অন্যতম ব্যবসায়ী গ্রুপ ট্রান্সকম লিমিটেডের শেয়ার জালিয়াতি করে দখল ও ভুয়া পারিবারিক সেটেলেমেন্ট দলিল তৈরির দুটি মামলায় গ্রুপটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানসহ ৬ কর্মকর্তার জামিন বাতিল করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিভিশন আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত।
২৫ মিনিট আগেরাজধানীর মিরপুরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ সাতজনের মধ্যে আব্দুল খলিল (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল। আজ সোমবার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ৬০২ নম্বর ওয়ার্ডে তিনি মারা যান।
২৮ মিনিট আগেরাজধানীতে বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা রয়েছে এমন খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসিয়েছে। এ সময় ঢাকাগামী বিভিন্ন পরিবহন থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
৪৪ মিনিট আগে