নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ভর্তি সংক্রান্ত রুল দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে বাতিল হওয়া আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি সংক্রান্ত আদেশে স্থিতাবস্থা জারি করা হয়েছে।
আজ বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এরফলে আপাতত ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীরা ক্লাস করতে পারবে না এবং অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তিও করা যাবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
বুধবার ভর্তি বাতিল হওয়া ৩৬ শিক্ষার্থীর অভিভাবকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও সাঈদ আহমেদ রাজা। হাইকোর্টে রিট করা শিক্ষার্থীদের অভিভাবকের পক্ষে ছিলেন আইনজীবী শামীম সরদার। আর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পক্ষে ছিলেন মোহাম্মদ রাফিউল ইসলাম।
আইনজীবী রাফিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্টকে দুইমাসের মধ্যে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। ১৬৯ জনের ভর্তি বাতিল করা হয়েছিল, এগুলো বাতিল অবস্থায়ই থাকবে। আর যাদের অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করতে বলেছে সেগুলো আর ভর্তি করতে পারবে না। এখন সিদ্ধান্ত আবার হাইকোর্টে চলে গেল।
এর আগে স্কুল কর্তৃপক্ষ ১৬৯ জনের ভর্তি বাতিল করে। বিষয়টি আদালতকে অবহিত করেন ভিকারুননিসার আইনজীবী। এরপর আদালত প্রথম শ্রেণিতে শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করতে গত ৬ মার্চ নির্দেশ দেন। এক সপ্তাহের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে প্রতিবেদন দিতে বলা হয়। পরে ভর্তি বাতিল হওয়াদের মধ্যে ৩৬ শিক্ষার্থীর অভিভাবক চেম্বার আদালতে আবেদন করেন।
চেম্বার বিচারপতি কোনো সিদ্ধান্ত না দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ভর্তি সংক্রান্ত রুল দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে বাতিল হওয়া আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি সংক্রান্ত আদেশে স্থিতাবস্থা জারি করা হয়েছে।
আজ বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এরফলে আপাতত ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীরা ক্লাস করতে পারবে না এবং অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তিও করা যাবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
বুধবার ভর্তি বাতিল হওয়া ৩৬ শিক্ষার্থীর অভিভাবকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও সাঈদ আহমেদ রাজা। হাইকোর্টে রিট করা শিক্ষার্থীদের অভিভাবকের পক্ষে ছিলেন আইনজীবী শামীম সরদার। আর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পক্ষে ছিলেন মোহাম্মদ রাফিউল ইসলাম।
আইনজীবী রাফিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্টকে দুইমাসের মধ্যে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। ১৬৯ জনের ভর্তি বাতিল করা হয়েছিল, এগুলো বাতিল অবস্থায়ই থাকবে। আর যাদের অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করতে বলেছে সেগুলো আর ভর্তি করতে পারবে না। এখন সিদ্ধান্ত আবার হাইকোর্টে চলে গেল।
এর আগে স্কুল কর্তৃপক্ষ ১৬৯ জনের ভর্তি বাতিল করে। বিষয়টি আদালতকে অবহিত করেন ভিকারুননিসার আইনজীবী। এরপর আদালত প্রথম শ্রেণিতে শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করতে গত ৬ মার্চ নির্দেশ দেন। এক সপ্তাহের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে প্রতিবেদন দিতে বলা হয়। পরে ভর্তি বাতিল হওয়াদের মধ্যে ৩৬ শিক্ষার্থীর অভিভাবক চেম্বার আদালতে আবেদন করেন।
চেম্বার বিচারপতি কোনো সিদ্ধান্ত না দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৬ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৭ ঘণ্টা আগে