মুগদায় ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
Thumbnail image

রাজধানীর মুগদায় একটি টিনশেড ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির নাম শেখ দাউদুল ইসলাম (৩৭)। গতকাল সোমবার রাত ১০টার দিকে মুগদার ২৮ নম্বর গলির মিন্টু মিয়ার টিনশেড ঘর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। 

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বলেন, সোমবার রাতে খবর পেয়ে ওই টিনশেড ঘর থেকে দাউদুলের মরদেহ উদ্ধার করা হয়। দাউদুলের নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল। তবে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। 

এসআই আরও বলেন, স্বামী-স্ত্রী পরিচয়ে দুদিন আগে মিন্টু মিয়ার একটি টিনশেড ঘরে ওঠে দাউদুল। সে ঠিকাদারি কাজ করত। তার বাড়ি খুলনা সদর উপজেলায়। ওই নারীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ওই নারীর মানসিক সমস্যা রয়েছে বলে মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত