গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় সৌদি আরব ফেরত ছেলেকে বাড়ি আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মা আম্বিয়া বেগম (৬০) মারা যান। এ সময় গাড়িতে থাকা পাঁচজন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকার মুন ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
নিহত মা আম্বিয়া বেগম কুমিল্লা জেলা বুড়িচং থানা কংশনগর এলাকার সুলতান আহমেদের স্ত্রী। সৌদি আরব ফেরত জসিম ও দুলালকে নামের দুই ছেলে, পুত্রবধূ ও নাতনিকে আনতে যান তিনি। গিয়ে নিহত হন।
আহতরা হলেন, ছেলে দুলাল মিয়ার ছেলে সবুজ (২০), মেয়ে রিয়া মনি (১০), বাবা সুলতান আহমেদ, গাড়িচালক ইউসুফ, তাদের আত্মীয় অলি মিয়া।
স্থানীয় ও আহতরা জানান, আজ সকাল ৬টায় কুমিল্লা বুড়িচং থেকে যাত্রা করে গজারিয়ার বালুয়াকান্দি মুন ফিলিং স্টেশনের পূর্ব পাশে গাড়ি থামিয়ে অবস্থান করে একটি মাইক্রোবাস। একই সময়ে পেছন দিক থেকে সিমেন্ট মিক্সার গাড়ি মাইক্রোবাসটিকে ধাক্কায় দেয়। এ সময় মাইক্রোবাসটি ভেঙে যায় এবং গাড়িতে থাকা পাঁচজন যাত্রী আহত হন।
আহত সবুজ জানান, রাস্তার পাশে দোকান সংলগ্ন গাড়ি থামিয়ে দাদা সুলতান আহমেদ গাড়ি থেকে নামেন। এমন সময় সিমেন্ট মিক্সার গাড়ি তাদের গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার দাদি নিহত হন এবং গাড়িতে থাকা সকল যাত্রী আহত হন। আহত সবুজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বাকি তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভবেরচর হাই ওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, এ ঘটনায় গাড়িচালক পলাতক রয়েছে। দুর্ঘটনা কবলিত উভয় গাড়ি ভবেরচর হাইওয়ে থানার হেফাজতে আছেন। যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় সৌদি আরব ফেরত ছেলেকে বাড়ি আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মা আম্বিয়া বেগম (৬০) মারা যান। এ সময় গাড়িতে থাকা পাঁচজন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকার মুন ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
নিহত মা আম্বিয়া বেগম কুমিল্লা জেলা বুড়িচং থানা কংশনগর এলাকার সুলতান আহমেদের স্ত্রী। সৌদি আরব ফেরত জসিম ও দুলালকে নামের দুই ছেলে, পুত্রবধূ ও নাতনিকে আনতে যান তিনি। গিয়ে নিহত হন।
আহতরা হলেন, ছেলে দুলাল মিয়ার ছেলে সবুজ (২০), মেয়ে রিয়া মনি (১০), বাবা সুলতান আহমেদ, গাড়িচালক ইউসুফ, তাদের আত্মীয় অলি মিয়া।
স্থানীয় ও আহতরা জানান, আজ সকাল ৬টায় কুমিল্লা বুড়িচং থেকে যাত্রা করে গজারিয়ার বালুয়াকান্দি মুন ফিলিং স্টেশনের পূর্ব পাশে গাড়ি থামিয়ে অবস্থান করে একটি মাইক্রোবাস। একই সময়ে পেছন দিক থেকে সিমেন্ট মিক্সার গাড়ি মাইক্রোবাসটিকে ধাক্কায় দেয়। এ সময় মাইক্রোবাসটি ভেঙে যায় এবং গাড়িতে থাকা পাঁচজন যাত্রী আহত হন।
আহত সবুজ জানান, রাস্তার পাশে দোকান সংলগ্ন গাড়ি থামিয়ে দাদা সুলতান আহমেদ গাড়ি থেকে নামেন। এমন সময় সিমেন্ট মিক্সার গাড়ি তাদের গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার দাদি নিহত হন এবং গাড়িতে থাকা সকল যাত্রী আহত হন। আহত সবুজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বাকি তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভবেরচর হাই ওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, এ ঘটনায় গাড়িচালক পলাতক রয়েছে। দুর্ঘটনা কবলিত উভয় গাড়ি ভবেরচর হাইওয়ে থানার হেফাজতে আছেন। যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।
টাঙ্গাইলের সখীপুরে এক তরুণীকে ছুরিকাঘাত করে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে সখীপুর-কচুয়া সড়কের পৌর শহরের মা ও শিশু কেয়ার ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগেবুধবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহপরান এলাকার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেই সংঘর্ষে যুক্ত হয় আরও তিন গ্রামের মানুষ। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। থেমে থেমে সংঘর্ষ চলে আড়াই ঘণ্টা। এই সংঘর্ষে পাঁচ গ্রামের কয়েক শ মানুষ জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ...
১৫ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ছাত্রদলের সাবেক নেতার সঙ্গে প্রতিপক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় সংবাদকর্মীসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।
২৫ মিনিট আগেশৈলকুপায় মসজিদে তারাবির নামাজের সময় জুতা হারানো নিয়ে দুই দল মুসল্লির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ ব্যক্তি আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে