নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা-মাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সড়কে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল একটি চক্র। প্রবাসীদের টার্গেট করত চক্রটি। অবশেষে চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্বিরা হাবিব খান।
তিনি জানান, দুটি মামলার তদন্তে নেমে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর রামপুরা বউবাজার, বরিশালের কোতোয়ালিসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ চার ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ডাকাতি করে নেওয়া স্বর্ণালংকার ও মালেশিয়ান মুদ্রা উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন ডাকাত সর্দার সুমন মিয়া (২৫), মোস্তফা (৩২), মো. আলামিন (২৫) ও শারমিন আক্তার (৩৩)।
গত ৫ মার্চ রাত দেড়টার দিকে ঢাকা-মাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে সৌদিপ্রবাসী সুমন মিয়া তাঁর বোন ও ভাগনেদের নিয়ে ফরিদপুর যাওয়ার পথে ডাকাতরা তাঁদের গাড়ি থামিয়ে ডিবি পরিচয় দিয়ে পথরোধ করে। পরে তল্লাশির নামে বিদেশ থেকে আনা মালামাল ছিনিয়ে নেয়। একই কায়দায় ২০২২ সালের ২ নভেম্বর রাত ৪টার দিকে ফরিদপুরের দেলোয়ার মাতব্বর তাঁর মালয়েশিয়া প্রবাসী ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে ডিবি পরিচয়ে গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটে। দুটি ঘটনাতেই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় বাদী হয়ে মামলা করেছেন ভুক্তভোগী প্রবাসীরা। এরই ধারাবাহিকতায় চক্রটিকে ধরতে মাঠে নামে ঢাকা জেলা পুলিশ।
পুলিশ বলছে, চক্রটি ময়মনসিংহ, বরিশাল, বাগেরহাটসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকা আসে। এরপর বিমানবন্দরে বসে বিদেশফেরত যাত্রীদের বহনকারী গাড়ি টার্গেট করে। সেই গাড়ির পিছু নিয়ে ঢাকা-মাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্জন এলাকায় ডিবি পরিচয়ে অবৈধ মালামাল রয়েছে এমন তথ্যের কথা বলে ডাকাতি করে। ডাকাতি শেষে নিজ নিজ জেলায় গিয়ে আত্মগোপন করে। মোবাইলসহ সব যোগাযোগ বন্ধ করে দেয়।
মোবাশ্বিরা হাবিব জানান, গ্রেপ্তার ডাকাত দলের সদস্যরা ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করে পুলিশকে জানিয়েছেন গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে দীর্ঘদিন ধরে তাঁরা ডাকাতি করে আসছেন।
ঢাকা-মাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সড়কে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল একটি চক্র। প্রবাসীদের টার্গেট করত চক্রটি। অবশেষে চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্বিরা হাবিব খান।
তিনি জানান, দুটি মামলার তদন্তে নেমে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর রামপুরা বউবাজার, বরিশালের কোতোয়ালিসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ চার ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ডাকাতি করে নেওয়া স্বর্ণালংকার ও মালেশিয়ান মুদ্রা উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন ডাকাত সর্দার সুমন মিয়া (২৫), মোস্তফা (৩২), মো. আলামিন (২৫) ও শারমিন আক্তার (৩৩)।
গত ৫ মার্চ রাত দেড়টার দিকে ঢাকা-মাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে সৌদিপ্রবাসী সুমন মিয়া তাঁর বোন ও ভাগনেদের নিয়ে ফরিদপুর যাওয়ার পথে ডাকাতরা তাঁদের গাড়ি থামিয়ে ডিবি পরিচয় দিয়ে পথরোধ করে। পরে তল্লাশির নামে বিদেশ থেকে আনা মালামাল ছিনিয়ে নেয়। একই কায়দায় ২০২২ সালের ২ নভেম্বর রাত ৪টার দিকে ফরিদপুরের দেলোয়ার মাতব্বর তাঁর মালয়েশিয়া প্রবাসী ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে ডিবি পরিচয়ে গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটে। দুটি ঘটনাতেই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় বাদী হয়ে মামলা করেছেন ভুক্তভোগী প্রবাসীরা। এরই ধারাবাহিকতায় চক্রটিকে ধরতে মাঠে নামে ঢাকা জেলা পুলিশ।
পুলিশ বলছে, চক্রটি ময়মনসিংহ, বরিশাল, বাগেরহাটসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকা আসে। এরপর বিমানবন্দরে বসে বিদেশফেরত যাত্রীদের বহনকারী গাড়ি টার্গেট করে। সেই গাড়ির পিছু নিয়ে ঢাকা-মাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্জন এলাকায় ডিবি পরিচয়ে অবৈধ মালামাল রয়েছে এমন তথ্যের কথা বলে ডাকাতি করে। ডাকাতি শেষে নিজ নিজ জেলায় গিয়ে আত্মগোপন করে। মোবাইলসহ সব যোগাযোগ বন্ধ করে দেয়।
মোবাশ্বিরা হাবিব জানান, গ্রেপ্তার ডাকাত দলের সদস্যরা ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করে পুলিশকে জানিয়েছেন গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে দীর্ঘদিন ধরে তাঁরা ডাকাতি করে আসছেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন হল এবং কেন্দ্রীয় লাইব্রেরির নাম পরিবর্তনের দাবি উঠেছে ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরপরই। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত বছরের ২ ডিসেম্বর নাম পরিবর্তনবিষয়ক কমিটি গঠন করে। কিন্তু প্রায় দেড় মাসেও কোনো অগ্রগতি...
৬ মিনিট আগেপুরান ঢাকার প্রাচীন স্থাপনা রূপলাল হাউস। ছাদের ওপর থেকে দেখা যাচ্ছে তখনকার প্রশস্ত বুড়িগঙ্গা। রূপলাল হাউসের ভেতরের আঙিনার ফুলে ভরা জারুলগাছ। আছে লাল দোতলা বাস। ‘কমলা রকেট’ নামের যাত্রীবাহী জাহাজ। শিল্পীর আঁকা এ রকম একগুচ্ছ ছবিতে উঠে এসেছে ঢাকার নানা ঐতিহ্য।
১২ মিনিট আগেকক্সবাজারের চকরিয়া পৌরসভার থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে নুরুল ইসলাম (৬২) নামের এক মুসল্লির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সোয়া ৮টার দিকে এশার নামাজের সময় তাঁর লাশ উদ্ধার করা হয়। নুরুল ইসলাম পৌরসভার পশ্চিম বাটাখালী গ্রামের বাসিন্দা।
৩০ মিনিট আগেনেট দুনিয়ায় তাঁদের বিয়ের ফটোশুটের কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। তাঁদের বিয়ের ছবি ও ভিডিও প্রকাশ করেছে ওয়েডিং ফটোগ্রাফি প্রতিষ্ঠান রাহাত লাক্সারি ফটোগ্রাফি এবং ড্রিম ওয়েভার। প্রতিষ্ঠান দুটি তাদের ফেসবুক পেজে এসব ছবি ও ভিডিও পোস্ট করেছে।
৩৯ মিনিট আগে