নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকার একটি রেস্তোরাঁ থেকে বেসরকারি ফার্মাসিউটিক্যালস কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলছিল। হঠাৎ সেখানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও চিকিৎসকসহ ৩০ জনকে তুলে নিয়ে যায়। তুলে নেওয়ার সাড়ে ছয় ঘণ্টা পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে দুঃখ প্রকাশ করেছে ডিবি।
সোমবার বিকেল ৪টার দিকে জিংজিয়াং চাইনিজ নামের রেস্তোরাঁ থেকে কসমো ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রথম বার্ষিক এজিএম থেকে তাদের তুলে নেওয়া হয়। প্রায় সাড়ে ছয় ঘণ্টা মিন্ট রোডে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে রাত সাড়ে ১০টার দিকে তাঁদের ছেড়ে দেয় ডিবি। কসমো ফার্মাসিউটিক্যালসের বেশ কয়েকজন কর্মকর্তা এবং অনুষ্ঠানে অংশ নেওয়া চিকিৎসকদের সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, ভুল তথ্যের ভিত্তিতে ওই চিকিৎসক ও কর্মকর্তাদের নিয়ে যায় ডিবি। পরে ভুল বুঝতে পেরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদসহ একাধিক কর্মকর্তাকে ফোনে কল ও এসএমএস করলেও কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি।
কসমো ফার্মাসিউটিক্যালস কোম্পানির এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, জিংজিয়াং চাইনিজ রেস্টুরেন্টে কসমো ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রথম বার্ষিক এজিএম ছিল। সেখানে অনেক বড় বড় চিকিৎসক ও কোম্পানির কর্মকর্তা মিলিয়ে ৩০ জনের বেশি লোক ছিলেন। বিকেল ৪টার দিকে ডিবির একটি দল সেখানে এসে ৩০ জন চিকিৎসক ও কর্মকর্তাকে আটক করে নিয়ে যায়।
ওই কর্মকর্তা বলেন, বিকেলে আটক করে নিয়ে গেলেও রাত সাড়ে ১০টার দিকে সবাইকে ছেড়ে দেওয়া হয়। ভুল তথ্যের ভিত্তিতে তাঁদের নেওয়ার কথা জানিয়ে ডিবির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
কসমো ফার্মাসিউটিক্যালসের পরিচালকদের একজন সাইফুল্লাহ সুজন বলেন, এজিএমে চিকিৎসক ও প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ ৩০ জনের বেশি উপস্থিত ছিলেন। তবে রাতে তাঁদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়ার পর সবাই বাসায় ফিরে গেছেন বলে তিনি জানান।
রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকার একটি রেস্তোরাঁ থেকে বেসরকারি ফার্মাসিউটিক্যালস কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলছিল। হঠাৎ সেখানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও চিকিৎসকসহ ৩০ জনকে তুলে নিয়ে যায়। তুলে নেওয়ার সাড়ে ছয় ঘণ্টা পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে দুঃখ প্রকাশ করেছে ডিবি।
সোমবার বিকেল ৪টার দিকে জিংজিয়াং চাইনিজ নামের রেস্তোরাঁ থেকে কসমো ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রথম বার্ষিক এজিএম থেকে তাদের তুলে নেওয়া হয়। প্রায় সাড়ে ছয় ঘণ্টা মিন্ট রোডে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে রাত সাড়ে ১০টার দিকে তাঁদের ছেড়ে দেয় ডিবি। কসমো ফার্মাসিউটিক্যালসের বেশ কয়েকজন কর্মকর্তা এবং অনুষ্ঠানে অংশ নেওয়া চিকিৎসকদের সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, ভুল তথ্যের ভিত্তিতে ওই চিকিৎসক ও কর্মকর্তাদের নিয়ে যায় ডিবি। পরে ভুল বুঝতে পেরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদসহ একাধিক কর্মকর্তাকে ফোনে কল ও এসএমএস করলেও কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি।
কসমো ফার্মাসিউটিক্যালস কোম্পানির এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, জিংজিয়াং চাইনিজ রেস্টুরেন্টে কসমো ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রথম বার্ষিক এজিএম ছিল। সেখানে অনেক বড় বড় চিকিৎসক ও কোম্পানির কর্মকর্তা মিলিয়ে ৩০ জনের বেশি লোক ছিলেন। বিকেল ৪টার দিকে ডিবির একটি দল সেখানে এসে ৩০ জন চিকিৎসক ও কর্মকর্তাকে আটক করে নিয়ে যায়।
ওই কর্মকর্তা বলেন, বিকেলে আটক করে নিয়ে গেলেও রাত সাড়ে ১০টার দিকে সবাইকে ছেড়ে দেওয়া হয়। ভুল তথ্যের ভিত্তিতে তাঁদের নেওয়ার কথা জানিয়ে ডিবির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
কসমো ফার্মাসিউটিক্যালসের পরিচালকদের একজন সাইফুল্লাহ সুজন বলেন, এজিএমে চিকিৎসক ও প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ ৩০ জনের বেশি উপস্থিত ছিলেন। তবে রাতে তাঁদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়ার পর সবাই বাসায় ফিরে গেছেন বলে তিনি জানান।
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার জেলার গোয়াইনঘাটের পান্তুমাই, প্রতাপপুর, সোনারহাট, সংগ্রাম, তামাবিলসহ বিভিন্ন সীমান্ত থেকে এসব পণ্য জব্দ করা হয়।
৩৪ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম সমন্বয়ক সোহেল রানার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন আন্দোলনের নেতা-কর্মীরা। আজ শনিবার বেলা ৩টার দিকে রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন, রাজশাহী ব্যানারে এ কর্মসূচি হয়।
৩৮ মিনিট আগেগ্রামের রাস্তায় দোতলা বাস নিয়ে কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে গিয়েছে, সেই প্রশ্ন তুলেছেন বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া শিক্ষার্থী জোবায়ের আলম সাকিবের স্বজনেরা। এই দুর্ঘটনার জন্য তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরই গাফিলতি দেখছেন।
১ ঘণ্টা আগেবিগত সরকারের আমলে মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহারে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলছেন বলে দলীয় নেতা–কর্মীদের জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১ ঘণ্টা আগে