৬ দিনের রিমান্ড শেষে কারাগারে টিপু মুনশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডা ফুঁজি টাওয়ারের সামনে সুমন সিকদার (৩১) নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী ও সংসদ সদস্য টিপু মুনশিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

গত ২৯ আগস্ট টিপু মুনশিকে এই মামলায় ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়। কিন্তু রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে আদালতে হাজির করে বাড্ডা থানা-পুলিশ। তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই রেজাউল করিম তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান। 

এর আগে গত ২৮ আগস্ট রাতে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয় টিপু মুনশিকে। গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা ফুঁজি টাওয়ারের উত্তর পাশে প্রগতি স্মরণী রাস্তার ওপর এলোপাতাড়ি গুলিতে মো. সুমন সিকদার মারা যান। 

এ ঘটনায় তার মা মাসুমা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৯ জনকে আসামি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত