সনি হত্যার ২১ বছর: ধরাছোঁয়ার বাইরে প্রধান দুই আসামি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ জুন ২০২৩, ০৯: ৫১
Thumbnail image

আজ ৮ জুন, বৃহস্পতিবার। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যার ২১তম বার্ষিকী। ২০০২ সালের এই দিনে ক্লাস শেষে হলে ফেরার পথে টেন্ডারবাজিকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত হন কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী সনি। এরপর ২১ বছর পেরিয়ে গেলেও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন এই হত্যা মামলার প্রধান দুই আসামি তৎকালীন ছাত্রদল নেতা মোকাম্মেল হায়াত খান মুকি ও নুরুল ইসলাম সাগর ওরফে শুটার নুরু। আরেক আসামি মুশফিক উদ্দিন টগর কারাভোগের পর বর্তমানে মুক্ত অবস্থায় আছেন।

নিম্ন আদালত সনি হত্যার মূল তিন আসামি মুকিত, টগর ও শুটার নুরুর মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন। ২০০৬ সালের ১০ মার্চ হাইকোর্ট মুকিত, টগর ও সাগরের মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এস এম মাসুম বিল্লাহ ও মাসুমকে খালাস দেন হাইকোর্ট। পরবর্তী সময়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত মুকিত অস্ট্রেলিয়ায় পালিয়ে যান। শুটার নুরুও দেশের বাইরে পলাতক বলে জানা যায়।

সনির বড় ভাই শওকত রহমান রনি আজকের পত্রিকাকে বলেন, আসামিরা ওই মুহূর্তে ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ছিল। বাকি দণ্ডিত অপরাধীদের ধরতে হাইকোর্টের রায়ের পর সরকার আর কোনো কঠোর পদক্ষেপ নেয়নি। দুর্ভাগ্যবশত তারা এখনো পুলিশের হাত থেকে পলাতক রয়েছে। আমরা এখনো মনে করি যে আমরা আমাদের প্রিয় সনি হত্যার সঠিক বিচার পাইনি।

শওকত রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়ায় সনির নামে প্রতিবন্ধীদের জন্য একটি স্কুল করা হয়েছে। বছর তিনেক আগে সেটি সরকারিকরণ করা হয়। স্কুলটির জন্য তাঁরা জায়গাও দিয়েছেন। তবে সেখানে এখনো নির্মাণকাজ শুরু হয়নি। তাই সনির পৈতৃক নিবাসে স্কুলটির কার্যক্রম চালানো হচ্ছে।

সনি হত্যাকারীদের শাস্তি কার্যকরের আক্ষেপ নিয়েই গত ১১ ফেব্রুয়ারি মারা যান তার বাবা হাবিবুর রহমান ভূঁইয়া। সনির মা-ও বর্তমানে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ।

বুয়েটের শিক্ষার্থীরা সনি হত্যার দিনটিকে ‘সন্ত্রাসবিরোধী দিবস’ হিসেবে পালন করেন। এ ছাড়া সনি মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকেও সনির মৃত্যুবার্ষিকী পালন করা হয়। তবে এ বছর দাবদাহের কারণে বড় কোনো আয়োজন করা হচ্ছে না বলে জানান শওকত রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত