Ajker Patrika

নাশকতার মামলায় বিএনপির ১২ নেতা-কর্মীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১৯: ০৬
নাশকতার মামলায় বিএনপির ১২ নেতা-কর্মীর কারাদণ্ড

রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় নাশকতার অভিযোগে ২০১৮ সালে করা মামলায় বিএনপির ১২ নেতা-কর্মীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন আনোয়ারুল আজিম, হায়দার আলী বাবলা, মো. আলাউদ্দিন, শওকত, মো. পারভেজ, ইমরান হোসেন ইমু, সাঈদ আহম্মেদ রানা, হাজি ফরহাদ রানা, আরিফ হোসেন বাপ্পি, ফজলুল হক মনি, হাজি মো. নাজিম উদ্দিন ও মো. সোবহান।

রায়ে দণ্ডবিধির ১৪৭ ধারায় প্রত্যেককে এক বছরের কারাদণ্ড ও দণ্ডবিধির ৩৫৩ ধারায় পুলিশের সরকারি কাজে বাধা দেওয়ায় দুই বছর করে কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি প্রত্যেককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে উভয় ধারার সাজা একত্রে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়।

ওই আদালতের বেঞ্চ সহকারী মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে কোতোয়ালি থানা এলাকায় বিএনপির নেতা-কর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে বেআইনি সমাবেশ করে পুলিশের ওপর হামলা করে এবং পুলিশের সরকারি কাজে বাধা সৃষ্টি করে। জনমনে ভীতির সৃষ্টি করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করে। মামলাটি তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত