Ajker Patrika

বাড্ডায় বাসচাপায় স্কুলছাত্র নিহত

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১৮ জুন ২০২৪, ১৮: ৫৭
বাড্ডায় বাসচাপায় স্কুলছাত্র নিহত

রাজধানীর বাড্ডায় বাসচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। তার নাম শিপু দাস (১৫)। সে সপ্তম শ্রেণিতে পড়ত। 
 
আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে মধ্যবাড্ডা লিৎফুন টাওয়ারের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা স্কুলছাত্রকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে স্কুলছাত্রের মামা রিপন দাস বলেন, তাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার শেখপুরা গ্রামে। বর্তমানে উত্তর বাড্ডা এলাকায় পরিবারের সঙ্গে থাকত। তার বাবার নাম সুসান্ত দাস। বাড্ডা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল শিপু। 

তিনি আরও বলেন, বাসা থেকে সাইকেল নিয়ে ঘুরতে যায় শিপু। মধ্যবাড্ডায় এক রিকশার সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। এ সময় বাসচাপায় গুরুতর আহত হয়। পরে পুলিশের সহায়তায় ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানিয়েছে, বাসটি আকাশ পরিবহনের ছিল। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড্ডা থেকে স্কুলছাত্রকে মুমূর্ষু অবস্থায় স্বজনেরা হাসপাতালে নিয়ে এলে মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত