মোবাইল ফোনের জন্য বুকে ছিনতাইকারীর ছুরিকাঘাত, প্রাণ গেল যুবকের 

ঢামেক ও উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১২: ০৯
Thumbnail image

রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার ভোরে উত্তরার হাউজবিল্ডিং এলাকায় তাঁকে ছুরিকাঘাত করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহত যুবকের নাম সোহান (২৭)। তাঁর বাড়ি পাবনা জেলায় বলে জানা গেছে। 

ওই যুবককে ঢামেকে নিয়ে যাওয়া রিকশাচালক মো. রাকিব জানান, হাউজবিল্ডিংয়ের দিক থেকে আজমপুরে ফুট ওভারব্রিজের নিচে আসা একটি ট্রাক থেকে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় নামিয়ে দেওয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। পরে তাঁকে প্রথমে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক রোগীর অবস্থা খারাপ দেখে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যেতে বলেন। ঢাকা মেডিকেলে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি জানান, হাউজবিল্ডিং সংলগ্ন এলাকায় কয়েজন ছিনতাইকারী তাঁকে ছুরিকাঘাত করে বলে শুনেছি। তাঁর বুকের বাঁ পাশে আঘাত করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে। 

রিকশাচালক রাকিব বলেন, ‘মারা যাওয়ার আগে ওই ছেলে নিজের মুখে বলে গেছে তাঁর নাম সোহান। বাড়ি পাবনায়। আর কিছুই জানায়নি।’ 

এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেলে এক যুবককে রক্তাক্ত অবস্থায় নিয়ে এলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ 

তিনি আরও বলেন, ‘সোহান নামের ওই যুবক ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন। তাঁকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করেছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত