গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৫৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ ও আন্দোলনরত শিক্ষক-ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। রোববার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশ এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

মানববন্ধনে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, তাঁরা বিগত সময়েও দাঁড়িয়েছেন, এখনো দাঁড়িয়েছেন। প্রয়োজনে সামনে আবারও মানববন্ধনে দাঁড়াবেন। আন্দোলন চলাকালীন তাঁরা বিচারের দাবি লিখিত বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করেন। 

মানববন্ধনে সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অরুণিমা তাহসিন বলেন, ‘গোপালগঞ্জের সাম্প্রতিক গণধর্ষণের ঘটনার প্রতিবাদ ও গোপালগঞ্জে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা জানি যে ৬ জন গ্রেপ্তার হয়েছে। তারপরও আমরা দাঁড়িয়েছি। গ্রেপ্তার হলেই ধর্ষণ কমে যায় না, বিচারহীনতার সংস্কৃতিও পরিবর্তন হয় না। আমরা এই বিচারহীনতার সংস্কৃতির শেষ দেখতে চাই।’ 

সামসুন্নাহার হলের সাবেক ভিপি তাসনিম আফরোজ ইমি বলেন, ‘আমরা সব সময় দেখি ঘটনা যেমনই হোক আন্দোলনে নামলে ছাত্রছাত্রীদের ওপর হামলা করা হয়। এই ধরনের ঘটনা আমরা জাহাঙ্গীরনগরে দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, সাস্টে দেখেছি এখন গোপালগঞ্জেও দেখছি। অহিংস শান্তিপূর্ণ দাবি জানানোর সময় এভাবে হামলা হওয়া কখনো কাম্য নয়। এই হামলা করার সংস্কৃতি যাতে বন্ধ হয় তার দাবিতে আজকের আমাদের এই মানববন্ধন।’ 

টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মৌ রামিম খান বলেন, ‘ধর্ষণ একটা জঘন্য অপরাধ। আমরা ধর্ষণের পরে দাঁড়াই। অথচ ধর্ষণ যাতে না হয় তার জন্য আগে থেকেই আমাদের দাঁড়ানো প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘আমরা দেখতে পাই মাত্র ৩% ধর্ষণের বিচার হয়। দেখা যায় ধর্ষণের পর হত্যা হলে সেগুলোর শুধু বিচার হয়। ধর্ষণের পর হত্যা হলে তারপর আমরা বিচার পাব, এ রকমটা কেন হবে? আমাদের দাবি সকল ধরনের অন্যায়ের প্রতিবাদ করতে হবে এবং এগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত