নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বঙ্গবন্ধু ও সমসময়িক রাজনীতির বিভিন্ন দিক নিয়ে কানাডা প্রবাসী অ্যালভীন দীলিপ বাগচীর ‘বাংলার স্থপতি’ নামে প্রকাশিত ৬ খণ্ডের মোড়ক উন্মোচন করা হয়েছে।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাব বৃহত্তর ফরিদপুর সাংবাদিক ফোরাম ও ড. আম্বেদকর ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মোজাম্মেল হক খান বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে অনেকেই লিখেছেন। কিন্তু দীলিপ বাগচী তাঁর বইটি খণ্ডে খণ্ডে লিখেছেন। একজন ব্যক্তিকে নিয়ে খণ্ড খণ্ড করে লেখা একটা বিরল ঘটনা মনে হচ্ছে। পর্যায়ক্রমে বিভিন্ন খণ্ডে লেখায় লেখকের আন্তরিকতা রয়েছে বিষয়টি প্রকাশ করে। বঙ্গবন্ধুর নানা বিষয় নিয়ে লেখা যায় এবং বঙ্গবন্ধুকে নানাদিক থেকেও দেখা যায়। বাংলার স্থপতি নামটিও যথার্থ হয়েছে।
তিনি আরও বলেন, একসময় বঙ্গবন্ধুকে মানুষের কাছে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা হয়েছে। এখন বঙ্গবন্ধুকে আর ভুলে যাওয়ার সুযোগ নাই। বঙ্গবন্ধু এখন বাঙালির অস্তিত্বে, মন ও মননে রয়েছেন। ‘বাংলার স্থপতি’ বইটিতে বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে লেখক অনেক সাহসী উচ্চারণ করেছেন। তিনি অকপটে বিভিন্ন বিষয়ে তুলে ধরেছেন। আমি আশা করব বইটি বঙ্গবন্ধু কর্নারগুলোতে রাখা হবে। যাতে সবাই পড়তে পারে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেন, বঙ্গবন্ধু সব সময়ই শোষিত মানুষের পক্ষে ছিলেন। যখন এই পৃথিবীতে পুঁজিবাদ রাজত্ব করছিল ঠিক তখনো সংবিধানে বঙ্গবন্ধু সমাজতন্ত্র রাখার মতো উদ্যোগ নিয়েছেন। আমরা জানি বাংলাদেশের অধিকাংশ মানুষ ধর্মভীরু। বঙ্গবন্ধু সংবিধানে সমাজতন্ত্র জোর করে নয়, বরং মানুষের মন জয় করে সন্নিবেশিত করেছেন। ‘বাংলার স্থপতি’ বইটি বঙ্গবন্ধু চর্চা অব্যাহত রাখবে। এর মাধ্যমে আমাদের সন্তানরা বঙ্গবন্ধু নিয়ে আরও বেশি করে জানবে।
বইয়ের লেখক অ্যালভীন দীলিপ বাগচী বলেন, ‘আমি যা পাহাড় তাঁকে পাহাড় হিসেবেই দেখি। যেটা ভালো বা মন্দ আমি আমার লেখায় সেটাই বলি। সেখানে কে বিরাগভাজন হয় আমি তা ভেবে দেখি না।’
বঙ্গবন্ধু ও সমসময়িক রাজনীতির বিভিন্ন দিক নিয়ে কানাডা প্রবাসী অ্যালভীন দীলিপ বাগচীর ‘বাংলার স্থপতি’ নামে প্রকাশিত ৬ খণ্ডের মোড়ক উন্মোচন করা হয়েছে।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাব বৃহত্তর ফরিদপুর সাংবাদিক ফোরাম ও ড. আম্বেদকর ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মোজাম্মেল হক খান বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে অনেকেই লিখেছেন। কিন্তু দীলিপ বাগচী তাঁর বইটি খণ্ডে খণ্ডে লিখেছেন। একজন ব্যক্তিকে নিয়ে খণ্ড খণ্ড করে লেখা একটা বিরল ঘটনা মনে হচ্ছে। পর্যায়ক্রমে বিভিন্ন খণ্ডে লেখায় লেখকের আন্তরিকতা রয়েছে বিষয়টি প্রকাশ করে। বঙ্গবন্ধুর নানা বিষয় নিয়ে লেখা যায় এবং বঙ্গবন্ধুকে নানাদিক থেকেও দেখা যায়। বাংলার স্থপতি নামটিও যথার্থ হয়েছে।
তিনি আরও বলেন, একসময় বঙ্গবন্ধুকে মানুষের কাছে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা হয়েছে। এখন বঙ্গবন্ধুকে আর ভুলে যাওয়ার সুযোগ নাই। বঙ্গবন্ধু এখন বাঙালির অস্তিত্বে, মন ও মননে রয়েছেন। ‘বাংলার স্থপতি’ বইটিতে বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে লেখক অনেক সাহসী উচ্চারণ করেছেন। তিনি অকপটে বিভিন্ন বিষয়ে তুলে ধরেছেন। আমি আশা করব বইটি বঙ্গবন্ধু কর্নারগুলোতে রাখা হবে। যাতে সবাই পড়তে পারে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেন, বঙ্গবন্ধু সব সময়ই শোষিত মানুষের পক্ষে ছিলেন। যখন এই পৃথিবীতে পুঁজিবাদ রাজত্ব করছিল ঠিক তখনো সংবিধানে বঙ্গবন্ধু সমাজতন্ত্র রাখার মতো উদ্যোগ নিয়েছেন। আমরা জানি বাংলাদেশের অধিকাংশ মানুষ ধর্মভীরু। বঙ্গবন্ধু সংবিধানে সমাজতন্ত্র জোর করে নয়, বরং মানুষের মন জয় করে সন্নিবেশিত করেছেন। ‘বাংলার স্থপতি’ বইটি বঙ্গবন্ধু চর্চা অব্যাহত রাখবে। এর মাধ্যমে আমাদের সন্তানরা বঙ্গবন্ধু নিয়ে আরও বেশি করে জানবে।
বইয়ের লেখক অ্যালভীন দীলিপ বাগচী বলেন, ‘আমি যা পাহাড় তাঁকে পাহাড় হিসেবেই দেখি। যেটা ভালো বা মন্দ আমি আমার লেখায় সেটাই বলি। সেখানে কে বিরাগভাজন হয় আমি তা ভেবে দেখি না।’
কয়েকজন শিক্ষার্থী সাংবাদিকদের সঙ্গে মারমুখী আচরণ করেন। তাঁরা চিৎকার শাসিয়ে শাসিয়ে বলার চেষ্টা করেন, ওই চিকিৎসকের আচরণের কারণে আজকের সংবাদ সম্মেলনের ইস্যু যেন সাংবাদিকেরা ধামাচাপা না দেন। শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যু যে চিকিৎসায় অবহেলার কারণে ঘটেনি সেটি জানাতেই আজ সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল
১ মিনিট আগেসাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামকে নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
৫ মিনিট আগেরাজশাহীতে সেনা কর্মকর্তা পরিচয়ে মামলার ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৫ মিনিট আগেবিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকেরা বলেন, চার বছর আগে লেনি ফ্যাশনস ও লেনি অ্যাপারেলস কারখানা বন্ধ হয়ে যায়। এরপর বেপজা কর্তৃপক্ষ সেই কারখানা দুটির একটি বিক্রি করে দেয়। কিন্তু তারা শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করেনি।
১১ মিনিট আগে