পুলিশের ওপর হামলা: আরও ৯ রিকশাচালক রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২২, ১৮: ২৮

রাজধানীর মিরপুরে পুলিশের বেশ কয়েকটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আরও ৯ জন ব্যাটারিচালিত রিকশাচালককে রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন রিমান্ডে পাঠানোর এই নির্দেশ দেন। 

বিকেলে ৯ রিকশাচালককে আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চান মিরপুর জোনাল টিমের এসআই কামাল পাশা। শুনানি শেষে আদালত দুজনকে দুই দিন করে মঞ্জুর করেন। বাকি সাতজনকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

 দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে জনি ইসলাম ও রাসেল মিয়াকে। সুরুজ কাঙ্গালী, আক্তার, শমসের উদ্দিন, রনি, কালিম, মাসুদ রানা ও শাম। একদিন করে রিমান্ডে পাঠানো হয়েছে। 

এর আগে শনিবার এই মামলায় গ্রেপ্তার ১১ রিকশাচালককে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। 

শুক্রবার রাজধানীর মিরপুরে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে পুলিশের অভিযানের পর ক্ষুব্ধ রিকশাচালকেরা সেখানকার পাঁচটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা করেন। হামলায় মিজানুর রহমান নামের এক পুলিশ সদস্য আহত হন। 

এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা করে পুলিশ। মামলায় পুলিশের কাজে বাধা ও সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত