নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিরপুরে পুলিশের বেশ কয়েকটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আরও ৯ জন ব্যাটারিচালিত রিকশাচালককে রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন রিমান্ডে পাঠানোর এই নির্দেশ দেন।
বিকেলে ৯ রিকশাচালককে আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চান মিরপুর জোনাল টিমের এসআই কামাল পাশা। শুনানি শেষে আদালত দুজনকে দুই দিন করে মঞ্জুর করেন। বাকি সাতজনকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে জনি ইসলাম ও রাসেল মিয়াকে। সুরুজ কাঙ্গালী, আক্তার, শমসের উদ্দিন, রনি, কালিম, মাসুদ রানা ও শাম। একদিন করে রিমান্ডে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার এই মামলায় গ্রেপ্তার ১১ রিকশাচালককে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়।
শুক্রবার রাজধানীর মিরপুরে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে পুলিশের অভিযানের পর ক্ষুব্ধ রিকশাচালকেরা সেখানকার পাঁচটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা করেন। হামলায় মিজানুর রহমান নামের এক পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা করে পুলিশ। মামলায় পুলিশের কাজে বাধা ও সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।
রাজধানীর মিরপুরে পুলিশের বেশ কয়েকটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আরও ৯ জন ব্যাটারিচালিত রিকশাচালককে রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন রিমান্ডে পাঠানোর এই নির্দেশ দেন।
বিকেলে ৯ রিকশাচালককে আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চান মিরপুর জোনাল টিমের এসআই কামাল পাশা। শুনানি শেষে আদালত দুজনকে দুই দিন করে মঞ্জুর করেন। বাকি সাতজনকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে জনি ইসলাম ও রাসেল মিয়াকে। সুরুজ কাঙ্গালী, আক্তার, শমসের উদ্দিন, রনি, কালিম, মাসুদ রানা ও শাম। একদিন করে রিমান্ডে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার এই মামলায় গ্রেপ্তার ১১ রিকশাচালককে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়।
শুক্রবার রাজধানীর মিরপুরে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে পুলিশের অভিযানের পর ক্ষুব্ধ রিকশাচালকেরা সেখানকার পাঁচটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা করেন। হামলায় মিজানুর রহমান নামের এক পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা করে পুলিশ। মামলায় পুলিশের কাজে বাধা ও সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।
জেলা আইনজীবী সমিতির প্রতিনিধি মো. মজিবুর রহমান চুন্নু বলেন, ‘আজকের সভায় আইনজীবীরা সর্বসম্মতিক্রমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অপসারণের জন্য আদালত বর্জনের সিদ্ধান্তে উপনীত হয়েছেন। আমরা আজকের মধ্যে এ রেজল্যুশন জেলা জজ আদালতের প্রধান বিচারকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পৌঁছে দিচ্ছি।
৪ মিনিট আগেসিলেটে মাদক সেবনকালে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নগরের তালতলা এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতর থেকে তাঁদের আটক করা হয়।
১৫ মিনিট আগেবরগুনার তালতলীতে তরমুজচাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে তরমুজচাষি রাকিব ভদ্দর বাদী হয়ে তালতলী থানায় শহীদুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।
২০ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীদের একাংশ। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক মানববন্ধনে তাঁরা এ অভিযোগ করেন।
২৫ মিনিট আগে