উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর দক্ষিণখানে একটি বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাড়িটির ১৬টি টিনশেড সেমিপাকা কক্ষ পুড়ে ছাই হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ বুধবার দুপুর ১২টার দিকে দক্ষিণখানের গাওয়াইর বাজার এলাকার ১৯১ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটেছে। বাড়িটির মালিক হাজী জয়নাল আবেদীন।
ভুক্তভোগী পরিবার, সার্ভিস সার্ভিস ও পুলিশ জানায়, হঠাৎ করেই আগুন লেগে যায়। পরে দৌড়াদৌড়ি করে ফায়ার সার্ভিসের সঙ্গে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। অগ্নিকাণ্ডের ঘটনায় ওই ভাড়া বাসার ১৫ থেকে ১৬টি রুম পুড়ে গেছে। প্রায় সবগুলো রুমের প্রায় সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
পুড়ে যাওয়া রুমের ভাড়াটিয়াদের মধ্যে ১০ জনের নাম জানা গেছে। তারা হলেন, আকবর, উজ্জল-১, লতিফ, শাহজালাল, উজ্জল-২, কালাম, গোলাপ, বিল্লাল, গেন্দু ও সাধুন।
উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে দুপুর ১২টা ২ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পাই। পরে আমাদের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে।’
এক প্রশ্নের জবাবে আলম বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’
এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহত হয়নি। তবে ১৫ / ১৬টি ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। কোনো হতাহত না থাকলেও মানুষগুলোর ঘরের সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। তাদের কোনো কিছুই বাকি নাই।’
রাজধানীর দক্ষিণখানে একটি বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাড়িটির ১৬টি টিনশেড সেমিপাকা কক্ষ পুড়ে ছাই হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ বুধবার দুপুর ১২টার দিকে দক্ষিণখানের গাওয়াইর বাজার এলাকার ১৯১ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটেছে। বাড়িটির মালিক হাজী জয়নাল আবেদীন।
ভুক্তভোগী পরিবার, সার্ভিস সার্ভিস ও পুলিশ জানায়, হঠাৎ করেই আগুন লেগে যায়। পরে দৌড়াদৌড়ি করে ফায়ার সার্ভিসের সঙ্গে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। অগ্নিকাণ্ডের ঘটনায় ওই ভাড়া বাসার ১৫ থেকে ১৬টি রুম পুড়ে গেছে। প্রায় সবগুলো রুমের প্রায় সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
পুড়ে যাওয়া রুমের ভাড়াটিয়াদের মধ্যে ১০ জনের নাম জানা গেছে। তারা হলেন, আকবর, উজ্জল-১, লতিফ, শাহজালাল, উজ্জল-২, কালাম, গোলাপ, বিল্লাল, গেন্দু ও সাধুন।
উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে দুপুর ১২টা ২ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পাই। পরে আমাদের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে।’
এক প্রশ্নের জবাবে আলম বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’
এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহত হয়নি। তবে ১৫ / ১৬টি ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। কোনো হতাহত না থাকলেও মানুষগুলোর ঘরের সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। তাদের কোনো কিছুই বাকি নাই।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
১৮ মিনিট আগেপদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
৪২ মিনিট আগেসিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, কমলগঞ্জ, আওয়ামী লীগ, যুবলীগ, জেলার খবর
১ ঘণ্টা আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ইউপি সদস্যসহ অন্তত ১১ জন আহত হন।
১ ঘণ্টা আগে