Ajker Patrika

উত্তরার দক্ষিণখানে আগুন, পুড়ে গেছে ১৬টি কক্ষ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
উত্তরার দক্ষিণখানে আগুন, পুড়ে গেছে ১৬টি কক্ষ

রাজধানীর দক্ষিণখানে একটি বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাড়িটির ১৬টি টিনশেড সেমিপাকা কক্ষ পুড়ে ছাই হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ বুধবার দুপুর ১২টার দিকে দক্ষিণখানের গাওয়াইর বাজার এলাকার ১৯১ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটেছে। বাড়িটির মালিক হাজী জয়নাল আবেদীন।

ভুক্তভোগী পরিবার, সার্ভিস সার্ভিস ও পুলিশ জানায়, হঠাৎ করেই আগুন লেগে যায়। পরে দৌড়াদৌড়ি করে ফায়ার সার্ভিসের সঙ্গে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। অগ্নিকাণ্ডের ঘটনায় ওই ভাড়া বাসার ১৫ থেকে ১৬টি রুম পুড়ে গেছে। প্রায় সবগুলো রুমের প্রায় সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। 

পুড়ে যাওয়া রুমের ভাড়াটিয়াদের মধ্যে ১০ জনের নাম জানা গেছে। তারা হলেন, আকবর, উজ্জল-১, লতিফ, শাহজালাল, উজ্জল-২, কালাম, গোলাপ, বিল্লাল, গেন্দু ও সাধুন। 

দক্ষিণখানের গাওয়াইর বাজার এলাকার ১৯১ নম্বর বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছেউত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে দুপুর ১২টা ২ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পাই। পরে আমাদের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে।’ 

এক প্রশ্নের জবাবে আলম বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’ 

এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহত হয়নি। তবে ১৫ / ১৬টি ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। কোনো হতাহত না থাকলেও মানুষগুলোর ঘরের সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। তাদের কোনো কিছুই বাকি নাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত