নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ অজ্ঞান পার্টির প্রধান ফুল মিয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁদের কাছ থেকে ১৫০টি চেতনানাশক ট্যাবলেট ও পাঁচ প্যাকেট বিস্কুট জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার দারুসসালাম থানার গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব বলছে, ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের সঙ্গে সখ্য গড়ে তুলে টাকাপয়সা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিতেন চক্রের সদস্যরা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ফুল মিয়া (৪৯), মো. এনামুল শেখ (৩৫), মো. আবু মুসা (৩০), মো. আহাদ আলী (২৪) ও আ. রহিম (৩৮)।
আজ শুক্রবার বিকেলে র্যাব-৪-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মাজহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
মাজহারুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মলম পার্টি চক্রের প্রধানসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অজ্ঞান পার্টি চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা র্যাবকে জানান, তাঁরা দীর্ঘদিন ধরে যাত্রীর ছদ্মবেশে দূরপাল্লার পরিবহনে উঠে সাধারণ যাত্রীদের সঙ্গে সখ্য গড়ে তুলতেন। এরপর কৌশলে চেতনানাশক ওষুধ মিশ্রিত বিস্কুট বা পানি পান করিয়ে যাত্রীদের সর্বস্ব লুট করতেন।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, ঈদ উপলক্ষে বিপুলসংখ্যক যাত্রী গাবতলী বাসস্ট্যান্ড দিয়ে যাতায়াত করবে বিধায় তাঁরা চেতনানাশক প্রয়োগ করে সর্বস্ব লুটের পরিকল্পনা করেছিলেন।
এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।
রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ অজ্ঞান পার্টির প্রধান ফুল মিয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁদের কাছ থেকে ১৫০টি চেতনানাশক ট্যাবলেট ও পাঁচ প্যাকেট বিস্কুট জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার দারুসসালাম থানার গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব বলছে, ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের সঙ্গে সখ্য গড়ে তুলে টাকাপয়সা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিতেন চক্রের সদস্যরা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ফুল মিয়া (৪৯), মো. এনামুল শেখ (৩৫), মো. আবু মুসা (৩০), মো. আহাদ আলী (২৪) ও আ. রহিম (৩৮)।
আজ শুক্রবার বিকেলে র্যাব-৪-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মাজহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
মাজহারুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মলম পার্টি চক্রের প্রধানসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অজ্ঞান পার্টি চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা র্যাবকে জানান, তাঁরা দীর্ঘদিন ধরে যাত্রীর ছদ্মবেশে দূরপাল্লার পরিবহনে উঠে সাধারণ যাত্রীদের সঙ্গে সখ্য গড়ে তুলতেন। এরপর কৌশলে চেতনানাশক ওষুধ মিশ্রিত বিস্কুট বা পানি পান করিয়ে যাত্রীদের সর্বস্ব লুট করতেন।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, ঈদ উপলক্ষে বিপুলসংখ্যক যাত্রী গাবতলী বাসস্ট্যান্ড দিয়ে যাতায়াত করবে বিধায় তাঁরা চেতনানাশক প্রয়োগ করে সর্বস্ব লুটের পরিকল্পনা করেছিলেন।
এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।
ক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বহিরাগত ছাত্রদলের হামলায় তাঁদের অন্তত আটজন আহত হয়েছেন। আহত সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
৫ মিনিট আগেবরগুনার আমতলীতে একদিনে কুকুরের কামড়ে নারী-শিশুসহ ২৭ জন আহত হয়েছেন। আহতদের স্বজনেরা উদ্ধার করে আমতলী উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত ১০ জনকে পটুয়াখালী ও বরগুনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগেগত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে গুলিতে নিজের স্বামীকে ‘নিহত’ দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করা সেই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় এ ঘটনায় জড়িত শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকেও...
২৫ মিনিট আগেসম্প্রতি নগরের বিনোদপুর বাজারের এক ভাঙারি ব্যবসায়ী আমিরুল মোমেনিনের স্টুডিও থেকে ভাস্কর্য দুটি কিনে এনেছেন। এখন বিনোদপুর বাজারে খোকন নামের ওই ব্যবসায়ীর দোকানের সামনে পড়ে আছে ভাস্কর্য দুটি। দোকানটির নাম ‘খোকন আয়রন ঘর’। খোকন আছেন ক্রেতার অপেক্ষায়। কেউ না কিনলে ভাস্কর্য দুটি ভেঙে লোহা হিসেবে বিক্রি করব
৩১ মিনিট আগে