নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে কিছু মানুষের অবারিত মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও বাকিরা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
তিনি বলেন, বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা নেই এটা বলা যাবে না। কিছু মানুষের অবারিত মতপ্রকাশের স্বাধীনতা আছে। আর বাকি বিশাল জনগোষ্ঠীর মতপ্রকাশের স্বাধীনতা একটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।
আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আর্টিকেল নাইনটিন আয়োজিত ‘বৈশ্বিক মতপ্রকাশ রিপোর্ট-২০২৪’ প্রকাশ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
দেশ সংকটময় পরিস্থিতিতে রয়েছে জানিয়ে ইফতেখারুজ্জামান বলেন, ‘গণতন্ত্রের প্রাণশক্তি হচ্ছে মতপ্রকাশের স্বাধীনতা। এই বিবেচনায় আমরা সংকটময় পরিস্থিতিতে আছি।’ ক্ষমতার রাজনীতির সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতার দ্বন্দ্ব রয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আর্টিকেল নাইনটিনের (দক্ষিণ এশিয়া) আঞ্চলিক পরিচালক শেখ মনজুর-ই-আলম বৈশ্বিক মতপ্রকাশ রিপোর্টের তথ্য তুলে ধরেন। এতে বলা হয়, বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা সংকটজনক অবস্থায় রয়েছে। বাংলাদেশের মতপ্রকাশ স্কোর বা জিআরএক্স স্কোর মাত্র ১২। গত দশ বছরে স্কোর কমেছে ৮ পয়েন্ট। আর দুই যুগে কমেছে ৩২ পয়েন্ট। ১৬১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৮তম।
আর্টিকেল নাইনটিনের প্রতিবেদন অনুসারে, ২০০০ সাল থেকে মতপ্রকাশের স্কোর বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে এই সময়কালে বাংলাদেশের স্কোর কমেছে ৩২ পয়েন্ট। ২০০০ সালে বাংলাদেশের স্কোর ছিল ৪৪, যেটি মতপ্রকাশের শ্রেণিগত দিক থেকে ‘বাধাগ্রস্ত’ হিসেবে বিবেচিত। ‘বাধাগ্রস্ত’ থেকে ‘অতি বাধাগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবনমন হয় ২০০৬ সালে। পরবর্তী বছর ২০০৭ সালে আরও ১০ পয়েন্ট কমে স্কোর নেমে আসে ২৯-এ। পরের দুই বছর (২০০৮ ও ২০০৯ সালে) স্কোর ৫ পয়েন্ট বেড়ে ৩৪-এ উন্নীত হলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি পরবর্তী বছরগুলোতে। ২০১৪ সালে স্কোর ৪ পয়েন্ট কমে ১৬ স্কোর নিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো মতপ্রকাশের সংকটজনক শ্রেণিতে ঢুকে পড়ে। যা থেকে বাংলাদেশ এখনো উত্তরণ ঘটাতে পারেনি।
বৈশ্বিক মতপ্রকাশের স্বাধীনতায় বাংলাদেশের কাছাকাছি রয়েছে ভারত ও আফগানিস্তান। পাকিস্তান ৩৭ স্কোর নিয়ে আরেকটু ভালো অবস্থানে রয়েছে। মতপ্রকাশের স্বাধীনতায় ৯৫ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে ডেনমার্ক, ৯৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড ও সুইডেন। আর মতপ্রকাশের স্বাধীনতা নেই এমন দেশের শীর্ষে রয়েছে উত্তর কোরিয়া।
অনুষ্ঠানে আরও আলোচনায় অংশ নেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান।
দেশে কিছু মানুষের অবারিত মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও বাকিরা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
তিনি বলেন, বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা নেই এটা বলা যাবে না। কিছু মানুষের অবারিত মতপ্রকাশের স্বাধীনতা আছে। আর বাকি বিশাল জনগোষ্ঠীর মতপ্রকাশের স্বাধীনতা একটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।
আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আর্টিকেল নাইনটিন আয়োজিত ‘বৈশ্বিক মতপ্রকাশ রিপোর্ট-২০২৪’ প্রকাশ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
দেশ সংকটময় পরিস্থিতিতে রয়েছে জানিয়ে ইফতেখারুজ্জামান বলেন, ‘গণতন্ত্রের প্রাণশক্তি হচ্ছে মতপ্রকাশের স্বাধীনতা। এই বিবেচনায় আমরা সংকটময় পরিস্থিতিতে আছি।’ ক্ষমতার রাজনীতির সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতার দ্বন্দ্ব রয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আর্টিকেল নাইনটিনের (দক্ষিণ এশিয়া) আঞ্চলিক পরিচালক শেখ মনজুর-ই-আলম বৈশ্বিক মতপ্রকাশ রিপোর্টের তথ্য তুলে ধরেন। এতে বলা হয়, বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা সংকটজনক অবস্থায় রয়েছে। বাংলাদেশের মতপ্রকাশ স্কোর বা জিআরএক্স স্কোর মাত্র ১২। গত দশ বছরে স্কোর কমেছে ৮ পয়েন্ট। আর দুই যুগে কমেছে ৩২ পয়েন্ট। ১৬১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৮তম।
আর্টিকেল নাইনটিনের প্রতিবেদন অনুসারে, ২০০০ সাল থেকে মতপ্রকাশের স্কোর বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে এই সময়কালে বাংলাদেশের স্কোর কমেছে ৩২ পয়েন্ট। ২০০০ সালে বাংলাদেশের স্কোর ছিল ৪৪, যেটি মতপ্রকাশের শ্রেণিগত দিক থেকে ‘বাধাগ্রস্ত’ হিসেবে বিবেচিত। ‘বাধাগ্রস্ত’ থেকে ‘অতি বাধাগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবনমন হয় ২০০৬ সালে। পরবর্তী বছর ২০০৭ সালে আরও ১০ পয়েন্ট কমে স্কোর নেমে আসে ২৯-এ। পরের দুই বছর (২০০৮ ও ২০০৯ সালে) স্কোর ৫ পয়েন্ট বেড়ে ৩৪-এ উন্নীত হলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি পরবর্তী বছরগুলোতে। ২০১৪ সালে স্কোর ৪ পয়েন্ট কমে ১৬ স্কোর নিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো মতপ্রকাশের সংকটজনক শ্রেণিতে ঢুকে পড়ে। যা থেকে বাংলাদেশ এখনো উত্তরণ ঘটাতে পারেনি।
বৈশ্বিক মতপ্রকাশের স্বাধীনতায় বাংলাদেশের কাছাকাছি রয়েছে ভারত ও আফগানিস্তান। পাকিস্তান ৩৭ স্কোর নিয়ে আরেকটু ভালো অবস্থানে রয়েছে। মতপ্রকাশের স্বাধীনতায় ৯৫ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে ডেনমার্ক, ৯৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড ও সুইডেন। আর মতপ্রকাশের স্বাধীনতা নেই এমন দেশের শীর্ষে রয়েছে উত্তর কোরিয়া।
অনুষ্ঠানে আরও আলোচনায় অংশ নেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান।
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৭ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৮ ঘণ্টা আগে