ঢামেক প্রতিবেদক
রাজধানীর সবুজবাগের মধ্য বাসাবোর ৯ তলা 'নাভানা টাওয়ারের' ছাদ থেকে পড়ে শওকত হোসেন ফকির (৩৩) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। শওকত বেসিক ব্যাংকের ফকিরাপুল শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
তৌফিক হোসেন নামের এক পথচারী জানান, নাভানা টাওয়ারের পাশ দিয়ে যাওয়ার সময় ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় শওকত হোসেনকে পড়ে থাকতে দেখা যায়। তখন তিনি নিজেই আহত শওকত হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা সোয়া ১১টায় তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন নিহতের বড় বোন সুলতানা মাহমুদা বেগম। মাহমুদা বলেন, তাঁদের বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর গ্রামে। বাবার নাম মৃত আবুল হোসেন। বড় বোন মোরশেদা সুলতানার সঙ্গে মধ্য বাসাবোর খেলার মাঠসংলগ্ন নাভানা টাওয়ারের পঞ্চম তলায় স্ত্রী আয়শা আক্তারকে নিয়ে থাকতেন শওকত হোসেন। তাঁর স্ত্রী আয়শা ৯ মাসের অন্তঃসত্ত্বা বলেও উল্লেখ করেন মাহমুদা।
সুলতানা মাহমুদা আরও বলেন, সকালে মোবাইলে খবর পান, শওকত ভবন থেকে পড়ে গেছেন। এরপর তিনি হাসপাতালে গিয়ে শওকতের মৃতদেহ দেখতে পান। কেন বা কীভাবে ছাদ থেকে পড়ে গেলেন, সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। তবে ভবন থেকে লাফিয়ে পড়তে বা অসচেতনতার কারণে পড়ে যেতে পারেন বলে ধারণা তাঁদের।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
রাজধানীর সবুজবাগের মধ্য বাসাবোর ৯ তলা 'নাভানা টাওয়ারের' ছাদ থেকে পড়ে শওকত হোসেন ফকির (৩৩) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। শওকত বেসিক ব্যাংকের ফকিরাপুল শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
তৌফিক হোসেন নামের এক পথচারী জানান, নাভানা টাওয়ারের পাশ দিয়ে যাওয়ার সময় ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় শওকত হোসেনকে পড়ে থাকতে দেখা যায়। তখন তিনি নিজেই আহত শওকত হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা সোয়া ১১টায় তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন নিহতের বড় বোন সুলতানা মাহমুদা বেগম। মাহমুদা বলেন, তাঁদের বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর গ্রামে। বাবার নাম মৃত আবুল হোসেন। বড় বোন মোরশেদা সুলতানার সঙ্গে মধ্য বাসাবোর খেলার মাঠসংলগ্ন নাভানা টাওয়ারের পঞ্চম তলায় স্ত্রী আয়শা আক্তারকে নিয়ে থাকতেন শওকত হোসেন। তাঁর স্ত্রী আয়শা ৯ মাসের অন্তঃসত্ত্বা বলেও উল্লেখ করেন মাহমুদা।
সুলতানা মাহমুদা আরও বলেন, সকালে মোবাইলে খবর পান, শওকত ভবন থেকে পড়ে গেছেন। এরপর তিনি হাসপাতালে গিয়ে শওকতের মৃতদেহ দেখতে পান। কেন বা কীভাবে ছাদ থেকে পড়ে গেলেন, সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। তবে ভবন থেকে লাফিয়ে পড়তে বা অসচেতনতার কারণে পড়ে যেতে পারেন বলে ধারণা তাঁদের।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
অবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
১৩ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
২১ মিনিট আগেবরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরল ইসলাম মনি বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা দীর্ঘসময় ক্ষমতায় থাকাকালীন বিএনপির নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছেন। আমিও অনেক নির্যাতনের শিকার হয়েছি। অনেক হাজার হাজার কোটি টাকা লুট ও বিদেশে পাচার করেছেন। তাদের আর মাথাচাড়া দিয়
৪১ মিনিট আগেহলে আধিপত্য বিস্তার ও ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সক্রিয় করাকে কেন্দ্র করে রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের (বুটেক্স) শিক্ষার্থীদের মধ্যে গত রোববার রাতে সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে