Ajker Patrika

পপুলার ইন্স্যুরেন্সের সাবেক পরিচালকের মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা

ঢামেক প্রতিবেদক
পপুলার ইন্স্যুরেন্সের সাবেক পরিচালকের মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান হাসান আহমেদের (৫৬) মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে পল্টন থানায় হত্যা মামলা হয়েছে। মৃত ব্যক্তির ছোট ভাই কবির আহমেদ বাদী হয়ে এই মামলাটি করেন। আজ মঙ্গলবার এই তথ্য জানান পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া। 
 
ওসি সালাউদ্দিন জানান, হাসান আহমেদ পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান ছিলেন। পরিবারকে নিয়ে থাকতেন পল্টন বক্স কালভার্ট রোডের একটি ভবনে। তাঁর পরিবার থেকে আমরা জানতে পেরেছি তিনি হৃদ্‌রোগে ভুগছিলেন। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে তিনি মারা যান। মৃত হাসান আহমেদের ভাইয়েরা একটা অভিযোগ করেন। সেটার পরিপ্রেক্ষিতে আজ বেলা দেড়টার দিকে হাসান আহমেদের মৃতদেহ পুলিশ বাসা থেকে উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। 

ওসি আরও জানান, মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে আদালতে অভিযোগ করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

এদিকে হাসপাতালে হাসান আহমেদের স্ত্রী জান্নাতুল ফেরদৌসী জানান, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান ছিলেন হাসান। এই ইন্স্যুরেন্সে তাঁর ৬০ শতাংশ শেয়ার রয়েছে। এ ছাড়া আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরত ছিলেন তিনি। রাজধানীতে কয়েকটি আবাসিক ভবন রয়েছে তাঁর। এসব তাঁর পৈতৃক সম্পত্তি। 

জান্নাতুল ফেরদৌসী আরও জানান, ২০২০ সালে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর তাঁর বাম হাত ও বাম পা প্যারালাইজড হয়ে যায়। তখন থেকেই তার সম্পত্তি আত্মসাতের জন্য তাঁর ছোট তিন ভাই ষড়যন্ত্র শুরু করে। আদালতে এ নিয়ে একাধিক মামলাও করে। গতকাল সোমবার সন্ধ্যায় তিনি বাসায় আবার অসুস্থ হয়ে পড়লে ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে গেলে রাতে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

জান্নাতুল ফেরদৌসী বলেন, আজ মঙ্গলবার দুপুরে তার জানাজা পড়ানোর কথা ছিল। এর আগে পুলিশ বাসায় গিয়ে জানায়, তাঁর ছোট ভাই কবির আহমেদ মামলা করেছে, মৃতদেহের ময়নাতদন্ত করতে হবে। 

এদিকে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) বিপুল হোসন সুরতহালে রিপোর্টে উল্লেখ করেন, তার শরীরে পুরোনো ঘায়ের দাগ রয়েছে। এ ছাড়া কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত হাসান আহমেদের পরিবার অভিযোগ করেন, তাঁকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেলিকপ্টারে নেওয়ার অবস্থায় নেই, দ্রুত নিকটবর্তী হাসপাতালে তামিম

উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ৪৭ ব্রিটিশ এমপিকে ‘সন্দেহজনক’ ই-মেইল

অপহরণ করে মুক্তিপণ আদায়, পালানোকালে আটক ৫ পুলিশ সদস্য

১৭ বছরে ভোটার চান ড. ইউনূস, এনসিপির প্রস্তাব ১৬ বছর: যা বলছেন বিশেষজ্ঞরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত