ঢামেক প্রতিবেদক
রাজধানীর কামরাঙ্গীরচরে ছেলের চিকিৎসার খরচ বহন করতে না পেরে বিষপানে আফরোজা আক্তার (২৪) নামে এক মা বিষপানে মারা গেছেন। গতকাল রোববার (১২ মে) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত আফরোজার স্বামী মো. রানা জানান, তাঁদের বাড়ি মাদারিপুরের শীবচর উপজেলা কুরুকচড় গ্রামে। বর্তমানে কামরাঙ্গীরচর টেনারি পুকুর পাড়ে থাকেন। তিনি নিজে গুলিস্তানে কাপড়ের দোকানে চাকরি করেন। সকালে বাসা থেকে কর্মস্থল গুলিস্তানে কাপড়ের দোকানে চলে যান রানা। বেলা ১১টার দিকে তার শাশুড়ির মাধ্যমে খবর পান, আফরোজা বাসায় বিষপান করেছেন। তাঁকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পাকস্থলী ওয়াশ করানোর পর মেডিসিন বিভাগে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আফরোজার চাচা জাহাঙ্গীর আলম জানান, আফরোজা-রানা দম্পতির একমাত্র ছেলে আফরাজের (৩) জন্মগতভাবে কিডনিতে সমস্যা রয়েছে। সে জন্য তাঁকে দীর্ঘদিন ধরে চিকিৎসা করানো হচ্ছে। তাঁর চিকিৎসার খরচ ও সংসার চালানো অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়েছে রানার। আর্থিক অসচ্ছলতার কারণে হতাশাগ্রস্ত হয়ে আফরোজা বিষপান করেছেন বলে ধারণা তাঁদের।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গৃহবধু আফরোজার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম (বিপিএম) জানান, ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। প্রাথমিক তদন্ত শেষে জানা গেছে, গৃহবধূ আফরোজার স্বামী স্বল্প বেতনে সেলসম্যানের চাকরি করেন। তাঁদের একমাত্র ছেলের কিডনিতে সমস্যা রয়েছে। শিশুটির চিকিৎসা করাতেই পরিবারটি হিমশিম খাচ্ছিল। এই কারণে হতাশা থেকে গৃহবধু আফরোজা বিষপানে আত্মহত্যা করেছেন। তবে ঘটনাটি আরও তদন্ত করে দেখা হচ্ছে। আগামীকাল সোমবার ময়নাতদন্ত শেষে হাসপাতাল থেকে স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।
রাজধানীর কামরাঙ্গীরচরে ছেলের চিকিৎসার খরচ বহন করতে না পেরে বিষপানে আফরোজা আক্তার (২৪) নামে এক মা বিষপানে মারা গেছেন। গতকাল রোববার (১২ মে) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত আফরোজার স্বামী মো. রানা জানান, তাঁদের বাড়ি মাদারিপুরের শীবচর উপজেলা কুরুকচড় গ্রামে। বর্তমানে কামরাঙ্গীরচর টেনারি পুকুর পাড়ে থাকেন। তিনি নিজে গুলিস্তানে কাপড়ের দোকানে চাকরি করেন। সকালে বাসা থেকে কর্মস্থল গুলিস্তানে কাপড়ের দোকানে চলে যান রানা। বেলা ১১টার দিকে তার শাশুড়ির মাধ্যমে খবর পান, আফরোজা বাসায় বিষপান করেছেন। তাঁকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পাকস্থলী ওয়াশ করানোর পর মেডিসিন বিভাগে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আফরোজার চাচা জাহাঙ্গীর আলম জানান, আফরোজা-রানা দম্পতির একমাত্র ছেলে আফরাজের (৩) জন্মগতভাবে কিডনিতে সমস্যা রয়েছে। সে জন্য তাঁকে দীর্ঘদিন ধরে চিকিৎসা করানো হচ্ছে। তাঁর চিকিৎসার খরচ ও সংসার চালানো অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়েছে রানার। আর্থিক অসচ্ছলতার কারণে হতাশাগ্রস্ত হয়ে আফরোজা বিষপান করেছেন বলে ধারণা তাঁদের।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গৃহবধু আফরোজার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম (বিপিএম) জানান, ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। প্রাথমিক তদন্ত শেষে জানা গেছে, গৃহবধূ আফরোজার স্বামী স্বল্প বেতনে সেলসম্যানের চাকরি করেন। তাঁদের একমাত্র ছেলের কিডনিতে সমস্যা রয়েছে। শিশুটির চিকিৎসা করাতেই পরিবারটি হিমশিম খাচ্ছিল। এই কারণে হতাশা থেকে গৃহবধু আফরোজা বিষপানে আত্মহত্যা করেছেন। তবে ঘটনাটি আরও তদন্ত করে দেখা হচ্ছে। আগামীকাল সোমবার ময়নাতদন্ত শেষে হাসপাতাল থেকে স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।
গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে গুলিতে নিজের স্বামীকে ‘নিহত’ দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করা সেই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় এ ঘটনায় জড়িত শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকেও...
৭ মিনিট আগেসম্প্রতি নগরের বিনোদপুর বাজারের এক ভাঙারি ব্যবসায়ী আমিরুল মোমেনিনের স্টুডিও থেকে ভাস্কর্য দুটি কিনে এনেছেন। এখন বিনোদপুর বাজারে খোকন নামের ওই ব্যবসায়ীর দোকানের সামনে পড়ে আছে ভাস্কর্য দুটি। দোকানটির নাম ‘খোকন আয়রন ঘর’। খোকন আছেন ক্রেতার অপেক্ষায়। কেউ না কিনলে ভাস্কর্য দুটি ভেঙে লোহা হিসেবে বিক্রি করব
১৩ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ককটেল বিস্ফোরণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। শুক্রবার দুপুরে আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০ মিনিট আগেঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র যদি একটি বিশেষ লিঙ্গের, বিশেষ শ্রেণির, বিশেষ জাতি-ধর্ম পরিচয়ের নাগরিকের প্রতিনিধিত্বকারী হয়ে ওঠে, তবে তা হবে শহীদ ও আহতদের রক্তের সঙ্গে বেঈমানী।
২৩ মিনিট আগে