নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার সাভারে একটি দরজির দোকানে এসি বিস্ফোরণে অন্তত সাতজন দগ্ধ ও আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে গেন্ডা এলাকা এ ঘটনা ঘটে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত ৯টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডের কাছে আদ্রিতা ফেব্রিকস অ্যান্ড টেইলার্স নামের একটি দোকানে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে টিনের তৈরি দোকানটি উড়ে যায়। এ সময় দোকান মালিক ইউসুফ আলী ও কর্মচারী নাহিদ মিয়া এবং দোকানের সামনে থাকা রিকশাচালক শিমুল মোল্লাসহ অন্তত সাতজন দগ্ধ বা আহত হন। তাঁদের প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পড়ে অবস্থার অবনতি ঘটলে অগ্নিদগ্ধ ইউসুফ ও নাহিদসহ তিনজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
সাভার ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মেহেরুল ইসলাম বলেন, ‘দোকানটিতে ব্যবহৃত এসি থেকে বিস্ফোরণ ঘটে। এসি বিস্ফোরণে দোকানটি উড়ে যায়। এতে বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।’
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্জামান বলেন, ‘বিস্ফোরণে বেশ কয়েকজন দগ্ধ এবং আহত হওয়ার কথা শুনেছি। তাঁদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে, যাদের শেখ হাসিনা জাতীয় বান ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।’
ঢাকার সাভারে একটি দরজির দোকানে এসি বিস্ফোরণে অন্তত সাতজন দগ্ধ ও আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে গেন্ডা এলাকা এ ঘটনা ঘটে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত ৯টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডের কাছে আদ্রিতা ফেব্রিকস অ্যান্ড টেইলার্স নামের একটি দোকানে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে টিনের তৈরি দোকানটি উড়ে যায়। এ সময় দোকান মালিক ইউসুফ আলী ও কর্মচারী নাহিদ মিয়া এবং দোকানের সামনে থাকা রিকশাচালক শিমুল মোল্লাসহ অন্তত সাতজন দগ্ধ বা আহত হন। তাঁদের প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পড়ে অবস্থার অবনতি ঘটলে অগ্নিদগ্ধ ইউসুফ ও নাহিদসহ তিনজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
সাভার ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মেহেরুল ইসলাম বলেন, ‘দোকানটিতে ব্যবহৃত এসি থেকে বিস্ফোরণ ঘটে। এসি বিস্ফোরণে দোকানটি উড়ে যায়। এতে বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।’
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্জামান বলেন, ‘বিস্ফোরণে বেশ কয়েকজন দগ্ধ এবং আহত হওয়ার কথা শুনেছি। তাঁদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে, যাদের শেখ হাসিনা জাতীয় বান ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।’
নুর নবী সরকার কালাইয়ের কিডনি বেচাকেনার দালাল চক্রের সদস্য। এ অপরাধে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কিডনি, অস্ত্র ও মানবপাচারসহ একাধিক মামলা চলমান।
২৪ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
২ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
২ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
৩ ঘণ্টা আগে