ঢাবি প্রতিনিধি
বৈষম্যহীন কিংবা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে ও তার গুরুত্ব তুলে ধরতে বিভিন্ন ধর্ম, বর্ণ, লিঙ্গ, মত, জাতিসত্তার মানুষ নিয়ে সাংস্কৃতিক আয়োজন করেছে গণতান্ত্রিক নাগরিক কমিটি। রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ শনিবার বিকেলে ‘বৈচিত্র্যের ঐক্য’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ এতে সভাপতিত্ব করেন। সাংস্কৃতিক সমাবেশে বক্তব্য দেন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, ইউপিডিএফের সংগঠক মাইকেল চাকমা প্রমুখ।
আনু মুহাম্মদ বলেন, ‘বাংলাদেশকে শুধু বাঙালি জাতির দেশ বললে ঠিক মনে করি না। এটা শুধু মুসলমানের দেশ বললে ভুল হবে। কারণ, এখানে অন্যান্য ধর্মাবলম্বীরাও আছে। আবার শুধু পুরুষের দেশ বললে ভুল হবে। এখানে নারীসহ অন্যান্য লিঙ্গের মানুষ আছে।
বহু জাতি, বহু ধর্ম, বহু লিঙ্গের দেশ বাংলাদেশ। তিনি বলেন, ‘বাংলাদেশে শ্রমিক সংখ্যাগরিষ্ঠ, তাদের অস্বীকার করে, জীবিকা কেড়ে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ হতে পারে না। শ্রমিকদের সরকার কখনো আপন ভাবে না। রিকশা নিয়ে একটি অস্থিরতা দেখছি। এখানে লক্ষাধিক মানুষের জীবিকা জড়িত। রিকশা চালানোর কষ্ট থেকে বাঁচিয়ে যাত্রীর যাত্রা আরামদায়ক করার এই রিকশায় ত্রুটি আছে। সরকার ত্রুটি দূর করার উদ্যোগ নেবে। কিন্তু তা না করে তাদের ওপর আক্রমণ করা হচ্ছে। আমরা অটোরিকশা-গার্মেন্ট শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমাধানের আহ্বান জানাই।’
আব্দুল কুদ্দুস বলেন, ‘২৪ জন রিকশাশ্রমিক আন্দোলনে মারা গেছেন। রোড পারমিট এবং লাইসেন্স না দিলে আমরা রাস্তা ছাড়মু না। সমন্বয়কেরা অটোরিকশার ব্যাপারে কিছু বলল না, এটা দুঃখজনক। সমাজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হইছে। একটা রিকশা আর প্রাইভেট কারের দিকে তাকালেই বোঝা যায় বৈষম্য। তিন দিনের ভেতর কেন উচ্ছেদ করে দেবেন? শ্রমিক না থাকলে আহতদের হাসপাতালে কে নিত?’
মাইকেল চাকমা বলেন, ‘আমরা চাই, বৈচিত্র্যের বাংলাদেশে সবাইকে অন্তর্ভুক্ত করা হবে।’
বৈচিত্র্যের ডাক শীর্ষক ভিন্নধর্মী এ সাংস্কৃতিক সমাবেশ জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়। অনুষ্ঠানে ম্রো গান পরিবেশন করেন মেনথাপ ম্রো; গান পরিবেশন করেন হরিজন পল্লি মিরঞ্জিল্লার শিল্পীরা; ‘আদিবাসী ব্যান্ড’ সংজোয়ার সংগীত পরিবেশন করে; জুলাই অভ্যুত্থান নিয়ে নাটক পরিবেশন করে বটতলা দল। এ ছাড়া কাওয়ালি, বাউলগান ও হিজড়া সম্প্রদায় গান ও নাটক পরিবেশিত হয় অনুষ্ঠানে।
বৈষম্যহীন কিংবা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে ও তার গুরুত্ব তুলে ধরতে বিভিন্ন ধর্ম, বর্ণ, লিঙ্গ, মত, জাতিসত্তার মানুষ নিয়ে সাংস্কৃতিক আয়োজন করেছে গণতান্ত্রিক নাগরিক কমিটি। রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ শনিবার বিকেলে ‘বৈচিত্র্যের ঐক্য’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ এতে সভাপতিত্ব করেন। সাংস্কৃতিক সমাবেশে বক্তব্য দেন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, ইউপিডিএফের সংগঠক মাইকেল চাকমা প্রমুখ।
আনু মুহাম্মদ বলেন, ‘বাংলাদেশকে শুধু বাঙালি জাতির দেশ বললে ঠিক মনে করি না। এটা শুধু মুসলমানের দেশ বললে ভুল হবে। কারণ, এখানে অন্যান্য ধর্মাবলম্বীরাও আছে। আবার শুধু পুরুষের দেশ বললে ভুল হবে। এখানে নারীসহ অন্যান্য লিঙ্গের মানুষ আছে।
বহু জাতি, বহু ধর্ম, বহু লিঙ্গের দেশ বাংলাদেশ। তিনি বলেন, ‘বাংলাদেশে শ্রমিক সংখ্যাগরিষ্ঠ, তাদের অস্বীকার করে, জীবিকা কেড়ে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ হতে পারে না। শ্রমিকদের সরকার কখনো আপন ভাবে না। রিকশা নিয়ে একটি অস্থিরতা দেখছি। এখানে লক্ষাধিক মানুষের জীবিকা জড়িত। রিকশা চালানোর কষ্ট থেকে বাঁচিয়ে যাত্রীর যাত্রা আরামদায়ক করার এই রিকশায় ত্রুটি আছে। সরকার ত্রুটি দূর করার উদ্যোগ নেবে। কিন্তু তা না করে তাদের ওপর আক্রমণ করা হচ্ছে। আমরা অটোরিকশা-গার্মেন্ট শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমাধানের আহ্বান জানাই।’
আব্দুল কুদ্দুস বলেন, ‘২৪ জন রিকশাশ্রমিক আন্দোলনে মারা গেছেন। রোড পারমিট এবং লাইসেন্স না দিলে আমরা রাস্তা ছাড়মু না। সমন্বয়কেরা অটোরিকশার ব্যাপারে কিছু বলল না, এটা দুঃখজনক। সমাজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হইছে। একটা রিকশা আর প্রাইভেট কারের দিকে তাকালেই বোঝা যায় বৈষম্য। তিন দিনের ভেতর কেন উচ্ছেদ করে দেবেন? শ্রমিক না থাকলে আহতদের হাসপাতালে কে নিত?’
মাইকেল চাকমা বলেন, ‘আমরা চাই, বৈচিত্র্যের বাংলাদেশে সবাইকে অন্তর্ভুক্ত করা হবে।’
বৈচিত্র্যের ডাক শীর্ষক ভিন্নধর্মী এ সাংস্কৃতিক সমাবেশ জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়। অনুষ্ঠানে ম্রো গান পরিবেশন করেন মেনথাপ ম্রো; গান পরিবেশন করেন হরিজন পল্লি মিরঞ্জিল্লার শিল্পীরা; ‘আদিবাসী ব্যান্ড’ সংজোয়ার সংগীত পরিবেশন করে; জুলাই অভ্যুত্থান নিয়ে নাটক পরিবেশন করে বটতলা দল। এ ছাড়া কাওয়ালি, বাউলগান ও হিজড়া সম্প্রদায় গান ও নাটক পরিবেশিত হয় অনুষ্ঠানে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যত রকম আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা যায়, তা-ই করছে সরকার।
৭ মিনিট আগেঝিনাইদহ সদরের বাতপুকুরিয়া গ্রামে পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংক থেকে রফিকুল ইসলাম রুবেল (৩৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
১২ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে খননযন্ত্র দিয়ে নদীতীরের মাটি কেটে নেওয়ার অপরাধে চার ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলা সদরের বংশাই নদীর ত্রিমোহন ও লৌহজং নদীর পাকুল্যা ঋষিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক অভিযান পরিচালনা করেন উপজ
২১ মিনিট আগেমিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনা থেকে পণ্যবাহী তিনটি কার্গো ছিনিয়ে নিয়ে গেছে আরাকান আর্মি। নাফ নদের নাইক্ষ্যংদিয়ায় গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে তল্লাশির কথা বলে কার্গোগুলো আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। আজ শনিবার বিকেল পর্যন্ত জাহাজগুলো ছাড়েনি তারা।
২৫ মিনিট আগে