সড়ক দুর্ঘটনায় মা ও নানিকে হারাল দুই বছরের শিশু

টঙ্গীবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২২, ২০: ১৫

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী শিউলি বেগম (৪৬) ও পুতুলি আক্তার (২০) নামে মা-মেয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় তাদের সঙ্গে থাকা পুতুলি আক্তারের শিশুকন্যা আনিশা আক্তার (২) আহত হয়। আহত শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীবাড়ী-বালিগাঁও সড়কের তৌলকাই নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন, মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভদ্রাসনের বাসিন্দা শহিদুল মাতবরের স্ত্রী শিউলি বেগম ও তাঁর মেয়ে পুতুলি আক্তার। 

স্থানীয়রা বলছে, সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গিবাড়ী উপজেলার তৌলকাই ব্রিজের সামনে টঙ্গীবাড়ীগামী একটি ইটের ট্রাক ও মাওয়াগামী একটি যাত্রীবাহী সিএনজি দ্রুত গতিতে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। সে সংঘর্ষে দুজন নারী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পরপরই সিএনজি চালক পালিয়ে যায়। ট্রাকচালক বাবুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। 

জানা জায়, নিহত পুতুলি আক্তারের স্বামী আরিফ হোসেন নারায়ণগঞ্জে সুতার ব্যবসা করেন। নারায়ণগঞ্জ থেকে মেয়েকে গ্রামের বাড়িতে নিতে আসেন মা শিউলি বেগম। মঙ্গলবার মেয়ে ও নাতনিকে নিয়ে গ্রামের বাড়ি শিবচর যাওয়ার পথে দুর্ঘটনাস্থলেই মারা যান তাঁরা। এ সময় নাতনি আনিশা আক্তার পাশে পরে গিয়ে কিছুটা আঘাত পায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। শিশু আনিশা এখন সুস্থ আছে। 

এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ মোল্লা শোহেব আলী বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। দুর্ঘটনায় নিহত দুজন নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তদন্ত শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত