টঙ্গীবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী শিউলি বেগম (৪৬) ও পুতুলি আক্তার (২০) নামে মা-মেয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় তাদের সঙ্গে থাকা পুতুলি আক্তারের শিশুকন্যা আনিশা আক্তার (২) আহত হয়। আহত শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীবাড়ী-বালিগাঁও সড়কের তৌলকাই নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন, মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভদ্রাসনের বাসিন্দা শহিদুল মাতবরের স্ত্রী শিউলি বেগম ও তাঁর মেয়ে পুতুলি আক্তার।
স্থানীয়রা বলছে, সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গিবাড়ী উপজেলার তৌলকাই ব্রিজের সামনে টঙ্গীবাড়ীগামী একটি ইটের ট্রাক ও মাওয়াগামী একটি যাত্রীবাহী সিএনজি দ্রুত গতিতে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। সে সংঘর্ষে দুজন নারী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পরপরই সিএনজি চালক পালিয়ে যায়। ট্রাকচালক বাবুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
জানা জায়, নিহত পুতুলি আক্তারের স্বামী আরিফ হোসেন নারায়ণগঞ্জে সুতার ব্যবসা করেন। নারায়ণগঞ্জ থেকে মেয়েকে গ্রামের বাড়িতে নিতে আসেন মা শিউলি বেগম। মঙ্গলবার মেয়ে ও নাতনিকে নিয়ে গ্রামের বাড়ি শিবচর যাওয়ার পথে দুর্ঘটনাস্থলেই মারা যান তাঁরা। এ সময় নাতনি আনিশা আক্তার পাশে পরে গিয়ে কিছুটা আঘাত পায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। শিশু আনিশা এখন সুস্থ আছে।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ মোল্লা শোহেব আলী বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। দুর্ঘটনায় নিহত দুজন নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তদন্ত শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।’
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী শিউলি বেগম (৪৬) ও পুতুলি আক্তার (২০) নামে মা-মেয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় তাদের সঙ্গে থাকা পুতুলি আক্তারের শিশুকন্যা আনিশা আক্তার (২) আহত হয়। আহত শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীবাড়ী-বালিগাঁও সড়কের তৌলকাই নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন, মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভদ্রাসনের বাসিন্দা শহিদুল মাতবরের স্ত্রী শিউলি বেগম ও তাঁর মেয়ে পুতুলি আক্তার।
স্থানীয়রা বলছে, সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গিবাড়ী উপজেলার তৌলকাই ব্রিজের সামনে টঙ্গীবাড়ীগামী একটি ইটের ট্রাক ও মাওয়াগামী একটি যাত্রীবাহী সিএনজি দ্রুত গতিতে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। সে সংঘর্ষে দুজন নারী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পরপরই সিএনজি চালক পালিয়ে যায়। ট্রাকচালক বাবুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
জানা জায়, নিহত পুতুলি আক্তারের স্বামী আরিফ হোসেন নারায়ণগঞ্জে সুতার ব্যবসা করেন। নারায়ণগঞ্জ থেকে মেয়েকে গ্রামের বাড়িতে নিতে আসেন মা শিউলি বেগম। মঙ্গলবার মেয়ে ও নাতনিকে নিয়ে গ্রামের বাড়ি শিবচর যাওয়ার পথে দুর্ঘটনাস্থলেই মারা যান তাঁরা। এ সময় নাতনি আনিশা আক্তার পাশে পরে গিয়ে কিছুটা আঘাত পায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। শিশু আনিশা এখন সুস্থ আছে।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ মোল্লা শোহেব আলী বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। দুর্ঘটনায় নিহত দুজন নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তদন্ত শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
৯ মিনিট আগেপদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
৩৪ মিনিট আগেসিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, কমলগঞ্জ, আওয়ামী লীগ, যুবলীগ, জেলার খবর
৪২ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ইউপি সদস্যসহ অন্তত ১১ জন আহত হন।
৪৪ মিনিট আগে