Ajker Patrika

বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনে গ্রাম পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১৩: ৩৩
বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনে গ্রাম পুলিশ

বেতন বাড়ানো ও চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করছেন গ্রাম পুলিশ সদস্যরা। 

আজ সোমবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে সারা দেশ থেকে আসা কয়েক শ গ্রাম পুলিশ সদস্য এই আন্দোলনে অংশ নেন। 

মিজানুর রহমান নামে গ্রাম পুলিশের এক সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের বেতন মাত্র ৬ হাজার ৫০০ টাকা। সরকার থেকে ৩ হাজার ২৫০ টাকা দেয় আর ইউনিয়ন পরিষদ থেকে ৩ হাজার ২৫০ টাকা। এই টাকায় কিছু হয় না। আমাদের ডিউটি ২৪ ঘণ্টা।’ 

যতক্ষণ দাবি আদায় না হবে, আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন এই গ্রাম পুলিশ সদস্য।

আন্দোলনের অন্যতম সংগঠক গ্রাম পুলিশ সদস্য মোস্থফা কামাল বলেন, ‘আমাদের থেকে ১০ সদস্যের একটি দল মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছেন। সেখানে স্মারক লিপি জমা দেওয়া হবে।’

মোস্থফা কামাল বলেন, ‘আমাদের এক দফা এক দাবি—আমাদের চাকরি জাতীয়করণ করতে হবে। যতক্ষণ আমাদের দাবি নিয়ে কোন ইতিবাচক কিছু না পাবো আমরা এখানেই আন্দোলন চালিয়ে যাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত