নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের সংবিধান নাগরিকদের বাক্স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা দিলেও ডিজিটাল নিরাপত্তা আইন তা ক্ষুণ্ন করেছে। এই আইনের সবটাই অপপ্রয়োগ হচ্ছে। সরকারের দৃশ্যমান উন্নয়ন হলেও গণতন্ত্র, আইনের শাসনের মতো অদৃশ্যমান উন্নয়ন হয়নি। সরকার ক্ষমতায় থাকার জন্য এ আইন করেছে। এই আইন সরকারের গদি রক্ষার আইন।
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক ওয়েবিনারে আজ সোমবার বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং প্রধানমন্ত্রী সম্পর্কে বিরূপ মন্তব্য করলে শাস্তির বিধান রাখা হয়েছে। আর এটা যে বিরূপ মন্তব্য তা নির্ধারণ করার জন্য পুলিশকে একচেটিয়া ক্ষমতা দেওয়া হয়েছে। এই আইনে সংক্ষুব্ধ ব্যক্তি নিজে মামলা না করলেও অনেকে একাধিক মামলা করছে। আমাদের সংবিধানে বাক এবং সংবাদপত্রের যে স্বাধীনতা দেওয়া হয়েছে এই আইন তার সম্পূর্ণ বিপরীত। এটা সরকারের অগণতান্ত্রিকভাবে নেওয়া গদী রক্ষার আইন। যে দেশে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলা যায় না সেটা ফ্যাসিবাদের লক্ষণ। এই আইনে লেখক মোশতাককে ছয়বার জামিন দেওয়া হয়নি। তাঁকে পরে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন একটা সস্তা আইন। এটাকে বানানোই হয়েছে মানুষকে ভয় দেখানোর জন্য। জনগণের নিরাপত্তার জন্য আইন হয়, কিন্তু এই আইন করা হয়েছে সরকারকে ক্ষমতায় রাখার জন্য। ডিজিটাল নিরাপত্তা আইন দরকার, তবে তা শুধু সাইবার সিকিউরিটির জন্য। এই আইনের কারণে পত্রিকায় আর কার্টুন দেখা যাচ্ছে না। আইন হবে জনগণকে রক্ষার জন্য, যা সরকারের জন্য ব্যবহার করা হবে না। তাই এই আইন সরিয়ে ফেলা উচিত।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ বলেন, এই আইনে যাকে তাকে যখন ইচ্ছে ধরে নিয়ে আসা যায়। এই আইনের কুফল মানুষ পাচ্ছে। এটা আমাদের গণতন্ত্রকে উল্টোদিকে নিয়ে যাচ্ছে। এই আইন সাংবাদিক, ছাত্র, আমাদের রাজনীতি বিরোধীদের দমনের জন্য করা হয়েছে। উন্নয়ন দুই প্রকার, একটা দৃশ্যমান আরেকটা হলো অদৃশ্যমান। দেশে গণতন্ত্র, আইনের শাসন এগুলোর উন্নয়ন হয়নি।
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, আগে রায় দিয়ে পরে তদন্ত করা, এটা আবার কেমন আইন? তদন্ত করতে করতে কয়েক বছর চলে যায়। এই আইনে রাষ্ট্র একজনকে নয়, পুরো সমাজের ক্ষতি করছে। এ আইনে ভারসাম্য রক্ষা হয়নি। এটার প্রয়োগের চেয়ে অপপ্রয়োগ বেশি হচ্ছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, মানহানির মামলা ঠিক আছে, কিন্তু অনুভূতিতে আঘাত হানা এটা আবার কি? যার যার অনুভূতিটা কী, সেটা লেখা উচিত। যাকে নিয়ে কিছু বলা হয় তার আঘাত লাগেনা, আঘাত লাগে আরেকজনের। হ্যাকিংয়ের জন্য আইন করা যায়, কিন্তু ক্ষমতায় টিকে থাকার জন্য নয়।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন হলো সমাজ এবং রাষ্ট্রকে নিরাপত্তা দেওয়া। রাসুল (সা.) কে নিয়ে যে অবমাননা করবেন, তার জন্য সিকিউরিটি আইনের কি দরকার নেই? গুজব, মিথ্যা এগুলো ছড়াবেন, তার জন্য কি এই আইনের দরকার নেই? লেখক মোশতাকের যে মৃত্যু হয়েছে এটা কি হত্যা? স্বাভাবিকভাবে তার মৃত্যু হয়েছে।
সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিজিএসের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের সব প্রয়োগই অপপ্রয়োগ। এই আইনে মানুষ কি অপরাধ করেছে, সে নিজেই অনেক সময় বুঝে উঠতে পারে না। মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে বললে মামলা হবে বলা হলেও, এত দিনেও মুক্তিযুদ্ধের চেতনা কি তার সংজ্ঞা দেওয়া হয়নি।
বাংলাদেশের সংবিধান নাগরিকদের বাক্স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা দিলেও ডিজিটাল নিরাপত্তা আইন তা ক্ষুণ্ন করেছে। এই আইনের সবটাই অপপ্রয়োগ হচ্ছে। সরকারের দৃশ্যমান উন্নয়ন হলেও গণতন্ত্র, আইনের শাসনের মতো অদৃশ্যমান উন্নয়ন হয়নি। সরকার ক্ষমতায় থাকার জন্য এ আইন করেছে। এই আইন সরকারের গদি রক্ষার আইন।
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক ওয়েবিনারে আজ সোমবার বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং প্রধানমন্ত্রী সম্পর্কে বিরূপ মন্তব্য করলে শাস্তির বিধান রাখা হয়েছে। আর এটা যে বিরূপ মন্তব্য তা নির্ধারণ করার জন্য পুলিশকে একচেটিয়া ক্ষমতা দেওয়া হয়েছে। এই আইনে সংক্ষুব্ধ ব্যক্তি নিজে মামলা না করলেও অনেকে একাধিক মামলা করছে। আমাদের সংবিধানে বাক এবং সংবাদপত্রের যে স্বাধীনতা দেওয়া হয়েছে এই আইন তার সম্পূর্ণ বিপরীত। এটা সরকারের অগণতান্ত্রিকভাবে নেওয়া গদী রক্ষার আইন। যে দেশে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলা যায় না সেটা ফ্যাসিবাদের লক্ষণ। এই আইনে লেখক মোশতাককে ছয়বার জামিন দেওয়া হয়নি। তাঁকে পরে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন একটা সস্তা আইন। এটাকে বানানোই হয়েছে মানুষকে ভয় দেখানোর জন্য। জনগণের নিরাপত্তার জন্য আইন হয়, কিন্তু এই আইন করা হয়েছে সরকারকে ক্ষমতায় রাখার জন্য। ডিজিটাল নিরাপত্তা আইন দরকার, তবে তা শুধু সাইবার সিকিউরিটির জন্য। এই আইনের কারণে পত্রিকায় আর কার্টুন দেখা যাচ্ছে না। আইন হবে জনগণকে রক্ষার জন্য, যা সরকারের জন্য ব্যবহার করা হবে না। তাই এই আইন সরিয়ে ফেলা উচিত।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ বলেন, এই আইনে যাকে তাকে যখন ইচ্ছে ধরে নিয়ে আসা যায়। এই আইনের কুফল মানুষ পাচ্ছে। এটা আমাদের গণতন্ত্রকে উল্টোদিকে নিয়ে যাচ্ছে। এই আইন সাংবাদিক, ছাত্র, আমাদের রাজনীতি বিরোধীদের দমনের জন্য করা হয়েছে। উন্নয়ন দুই প্রকার, একটা দৃশ্যমান আরেকটা হলো অদৃশ্যমান। দেশে গণতন্ত্র, আইনের শাসন এগুলোর উন্নয়ন হয়নি।
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, আগে রায় দিয়ে পরে তদন্ত করা, এটা আবার কেমন আইন? তদন্ত করতে করতে কয়েক বছর চলে যায়। এই আইনে রাষ্ট্র একজনকে নয়, পুরো সমাজের ক্ষতি করছে। এ আইনে ভারসাম্য রক্ষা হয়নি। এটার প্রয়োগের চেয়ে অপপ্রয়োগ বেশি হচ্ছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, মানহানির মামলা ঠিক আছে, কিন্তু অনুভূতিতে আঘাত হানা এটা আবার কি? যার যার অনুভূতিটা কী, সেটা লেখা উচিত। যাকে নিয়ে কিছু বলা হয় তার আঘাত লাগেনা, আঘাত লাগে আরেকজনের। হ্যাকিংয়ের জন্য আইন করা যায়, কিন্তু ক্ষমতায় টিকে থাকার জন্য নয়।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন হলো সমাজ এবং রাষ্ট্রকে নিরাপত্তা দেওয়া। রাসুল (সা.) কে নিয়ে যে অবমাননা করবেন, তার জন্য সিকিউরিটি আইনের কি দরকার নেই? গুজব, মিথ্যা এগুলো ছড়াবেন, তার জন্য কি এই আইনের দরকার নেই? লেখক মোশতাকের যে মৃত্যু হয়েছে এটা কি হত্যা? স্বাভাবিকভাবে তার মৃত্যু হয়েছে।
সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিজিএসের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের সব প্রয়োগই অপপ্রয়োগ। এই আইনে মানুষ কি অপরাধ করেছে, সে নিজেই অনেক সময় বুঝে উঠতে পারে না। মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে বললে মামলা হবে বলা হলেও, এত দিনেও মুক্তিযুদ্ধের চেতনা কি তার সংজ্ঞা দেওয়া হয়নি।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৮ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৮ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৯ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১০ ঘণ্টা আগে