সাংবাদিক রোজিনাকে আদালতে নেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২১, ১০: ০১
আপডেট : ১৮ মে ২০২১, ১১: ১২

ঢাকা: সরকারি অফিস থেকে তথ্যচুরির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারের পর প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে আদালতে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় তাঁকে শাহবাগ থানা থেকে চিফ মেট্রেপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয়।

শাহবাগ থানার ডিউটি অফিসার এএসআই কমল বিষয়টি নিশ্চত করেন। রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম জানান, সকাল ৮টায় রোজিনাকে আদালতে হাজির করা হয়। তাঁকে আদালতে হাজতখানায় রাখা হয়েছে।

গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করার সময় সেখানে রোজিনা ইসলামকে পাঁচ ঘন্টারও বেশি সময় অবরোধ করে রেখে হেনস্ত করা হয়। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে না নিয়ে শাহবাগ থানায় নেওয়া হয়। রাত পৌনে ১২টায় পুলিশ জানায়, রোজিনার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ উসমানী এই মামলা দায়ের করেন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত