Ajker Patrika

স্বাধীনতাবিরোধীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: কামরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৫: ৩৮
স্বাধীনতাবিরোধীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: কামরুল ইসলাম

করোনা পরিস্থিতির পর কৌশলে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করা হচ্ছে। সেখানে স্বাধীনতাবিরোধীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক আলোচনাসভায় এ কথা বলেন তিনি। আলোচনাসভার আয়োজন করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ।

কামরুল ইসলাম বলেন, ‘করোনা মহামারি সুকৌশলে মোকাবিলা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে শেখ হাসিনা যখন অতন্ত কৌশলে পরিস্থিতি মোকাবিলা করছেন, তখন স্বাধীনতাবিরোধীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।’

কামরুল ইসলাম বলেন, ‘মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এই আগস্ট মাসেই কলঙ্কজনক হত্যা করেছিল। বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়েই বিএনপি নামক দলটির জন্ম দিয়েছিল জিয়াউর রহমান।’ কামরুল ইসলাম বলেন, ‘স্বাধীনতাবিরোধীদের বাংলাদেশের রাজনীতি থেকে বিদায় করতে হবে। আমাদের প্রস্তুতি নিতে হবে।’

বঙ্গবন্ধুর এগিয়ে যাওয়ার পথে যদি বঙ্গমাতা পেছন থেকে কাজ না করতেন, তাহলে তিনি এতটুকু আগাতে পারতেন না। তাঁকে প্রেরণা জুগিয়েছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বলে উল্লেখ করেন আওয়ামী লীগের এই নেতা। তিনি বলেন, ‘বঙ্গমাতার প্রেরণায় বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছেন, মুক্তির সংগ্রাম শেষ করতে পারেননি। আমাদের জাতি হিসেবে সেই মুক্তি দেওয়ার কাজ করে চলেছেন শেখ হাসিনা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত