গাজীপুর প্রতিনিধি
নিরাপত্তাজনিত কারণে গাজীপুর নগরীর ১২টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে কোনাবাড়ি এলাকার নয়টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ শুক্রবার সকালে কারখানাগুলোর সামনে বন্ধের নোটিশও টানিয়ে দেওয়া হয়।
মজুরি বোর্ড শ্রমিকদের বেতন বাড়ানোর ঘোষণার পরও গত বুধবার গতকাল বৃহস্পতিবার গাজীপুর মহানগরীর কয়েকটি এলাকায় শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। শ্রমিকদের হামলা ভাঙচুরের মধ্য দিয়ে উত্তপ্ত ছিল নগরীর কয়েকটি এলাকা।
এ সময় কোনাবাড়ি এলাকায় স্বনামধন্য তৈরি পোশাক শিল্প গ্রুপ তুসুকা নামের একটি পোশাক তৈরি কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। কারখানার পাশে দাঁড় করিয়ে রাখা পুলিশের তিনটি গাড়িও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নগরীর বিভিন্ন এলাকায় কারখানা ছুটি ঘোষণা করা হয়।
গতকাল বৃহস্পতিবার হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তুসুকা কারখানা। সেই কারখানাসহ মোট নয়টি কারখানার সামনে সাঁটানো হয়েছে কারখানা বন্ধের নোটিশ।
ওই কারখানার মহাব্যবস্থাপক মাসুম হোসেন জানান, কারখানার অভ্যন্তরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও চলমান আন্দোলনের কারণে বাধ্য হয়ে কারখানা বন্ধ ঘোষণা করতে হয়েছে। পরবর্তীতে কারখানা খোলার অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানা খোলার তারিখ নোটিশের মাধ্যমে শ্রমিকদের জানিয়ে দেওয়া হবে।
গাজীপুর-২ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ সাংবাদিকদের জানান, গাজীপুরের কোনোবাড়ি এলাকায় নয়টিসহ আশপাশের এলাকায় কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করার খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর থেকে গাজীপুরে শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে মজুরি বোর্ডে বেতন ১২ হাজার ৫০০ টাকা ঘোষণা করা হলে সেটি প্রত্যাখ্যান করে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ অব্যাহত রয়েছে। তবে আজ শুক্রবার কোথাও বিক্ষোভের খবর পাওয়া যায়নি।
নিরাপত্তাজনিত কারণে গাজীপুর নগরীর ১২টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে কোনাবাড়ি এলাকার নয়টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ শুক্রবার সকালে কারখানাগুলোর সামনে বন্ধের নোটিশও টানিয়ে দেওয়া হয়।
মজুরি বোর্ড শ্রমিকদের বেতন বাড়ানোর ঘোষণার পরও গত বুধবার গতকাল বৃহস্পতিবার গাজীপুর মহানগরীর কয়েকটি এলাকায় শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। শ্রমিকদের হামলা ভাঙচুরের মধ্য দিয়ে উত্তপ্ত ছিল নগরীর কয়েকটি এলাকা।
এ সময় কোনাবাড়ি এলাকায় স্বনামধন্য তৈরি পোশাক শিল্প গ্রুপ তুসুকা নামের একটি পোশাক তৈরি কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। কারখানার পাশে দাঁড় করিয়ে রাখা পুলিশের তিনটি গাড়িও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নগরীর বিভিন্ন এলাকায় কারখানা ছুটি ঘোষণা করা হয়।
গতকাল বৃহস্পতিবার হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তুসুকা কারখানা। সেই কারখানাসহ মোট নয়টি কারখানার সামনে সাঁটানো হয়েছে কারখানা বন্ধের নোটিশ।
ওই কারখানার মহাব্যবস্থাপক মাসুম হোসেন জানান, কারখানার অভ্যন্তরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও চলমান আন্দোলনের কারণে বাধ্য হয়ে কারখানা বন্ধ ঘোষণা করতে হয়েছে। পরবর্তীতে কারখানা খোলার অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানা খোলার তারিখ নোটিশের মাধ্যমে শ্রমিকদের জানিয়ে দেওয়া হবে।
গাজীপুর-২ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ সাংবাদিকদের জানান, গাজীপুরের কোনোবাড়ি এলাকায় নয়টিসহ আশপাশের এলাকায় কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করার খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর থেকে গাজীপুরে শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে মজুরি বোর্ডে বেতন ১২ হাজার ৫০০ টাকা ঘোষণা করা হলে সেটি প্রত্যাখ্যান করে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ অব্যাহত রয়েছে। তবে আজ শুক্রবার কোথাও বিক্ষোভের খবর পাওয়া যায়নি।
সুনামগঞ্জের জগন্নাথপুরে শীত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। ঠান্ডা, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ শীতজনিত নানান রোগে আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ। তবে আক্রান্ত রোগীদের তালিকায় শিশুদের সংখ্যাই বেশি।
২ ঘণ্টা আগে‘বাজারে যে ব্যবস্থা আছে, তাতে ইলিশসহ অন্যান্য মাছের দাম কমানো কঠিন। তবে আমরা প্রমাণ রাখতে চাই- মাছ ধরার উৎস থেকে সরাসরি বিক্রয়ের জায়গায় আনতে পারি, তাহলে এটার দাম কমানো সম্ভব। আমরা বাজারের মধ্যস্বত্বভোগী কমানোর প্রক্রিয়া শুরু করতে চাই...
২ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরীক্ষা দিতে আসা ছাত্রলীগের এক কর্মীকে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে এলে তাঁকে আটক করা হয়। পরে আশুলিয়া থানা–পুলিশের কাছে সোপর্দ করা হয়।
২ ঘণ্টা আগেনারায়ণগঞ্জ থেকে গাজীপুরগামী পাওয়ার প্ল্যান্টের জ্বালানি তেল বহনকারী জাহাজ থেকে ৩৬০ মেট্রিক টন ফার্নেস ওয়েল ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তেল লুটে ব্যবহৃত এমভি ভূঁইয়া নামে একটি বাল্কহেড, তেল আনলোড করার শ্যালো মেশিনের দুটি পাইপ ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র
২ ঘণ্টা আগে